Onlooker desk: আমেরিকা থেকে ভ্যাকসিন পাবে ভারত। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে টেলিফোনে এ কথা জানান মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। পৃথিবীর বিভিন্ন দেশে আমেরিকা টিকা পাঠানোর যে পরিকল্পনা করেছে, এ তারই অঙ্গ বলে মোদীকে জানিয়েছেন কমলা। ভারত ছাড়াও মেক্সিকো, গুয়াতেমালা, ক্যারিবিয়ান কিছু দ্বীপে টিকা পাঠাবে আমেরিকা।
এ মাসের শেষের মধ্যে অন্তত আট কোটি ভ্যাকসিন বিশ্বের বিভিন্ন দেশে পাঠাতে চায় জো বাইডেন-কমলা হ্যারিস প্রশাসন। প্রথম দফায় দেওয়া হচ্ছে আড়াই কোটি ডোজ। যে সব দেশ টিকার জন্য আবেদন জানিয়েছে, তাদের মধ্যে পরিস্থিতির বিচারে যত বেশি সম্ভব এলাকায় ভ্যাকসিন পাঠানোই মার্কিন প্রশাসনের লক্ষ্য বলে জানিয়েছেন প্রবীণ উপদেষ্টা তথা মুখ্য মুখপাত্র সাইমন স্যান্ডার্স।
পরে মোদী টুইটে আমেরিকার প্রতিশ্রুতির জন্য কৃতজ্ঞতা ও কমলা হ্যারিসকে তাঁর সমর্থনের জন্য ধন্যবাদ জানান। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে হ্যারিসকে ভারতে আসার আমন্ত্রণও জানান মোদী।
ভ্যাকসিন দেবে আমেরিকা, মোদীকে ফোন কমলা হ্যারিসের
