Onlooker desk: একসঙ্গে ন’টি বাচ্চার জন্ম দিলেন আফ্রিকার মালির এক তরুণী। ২৫-এর ওই মহিলার গর্ভে সাত সন্তান আছে বলে মনে করেছিলেন চিকিৎসকরা। কিন্তু মঙ্গলবার সেই ধারণাও টপকে মরোক্কো-য় ৯ সন্তানের জন্ম দেন তরুণী।
হালিমা সিসে ও তাঁর এই অভূতপূর্ব প্রসবের ঘটনায় পশ্চিম আফ্রিকার এই দেশের নাগরিক থেকে নেতা, সকলকে চমকে দিয়েছে। মহিলার নিরাপদ প্রসবের স্বার্থে সরকার তাঁকে মরোক্কোয় নিয়ে যায়।
তরুণী গর্ভধারণ করার পরে ইউএসজি তে সাত সন্তানের কথা ধরা পড়ে। শেষ পর্যন্ত পাঁচ মেয়ে, চার ছেলের জন্ম দেন তিনি।
মালির স্বাস্থ্যমন্ত্রী ফ্যান্টা সিবি বিবৃতি জারি করে জানিয়েছেন, মা ও সন্তানরা সকলেই সুস্থ। কয়েক সপ্তাহের মধ্যে সকলের বাড়ি ফেরার কথা।
একসঙ্গে নয় সন্তানের জন্ম খুবই বিরল ঘটনা। অনেক সময়ে সন্তানের মৃত্যুও হয় এতে।
একসঙ্গে নয় সন্তান প্রসব তরুণীর

সন্তানদের জন্ম দেওয়ার পর চিকিৎসকদের সঙ্গে হাসিমুখে সেই তরুণী