Onlooker desk: ভারতের একটি বিমান পৌঁছেছে ডমিনিকায়। দেশ থেকে ১৪ হাজার কোটি টাকা ঋণখেলাপ করে পলাতক ব্যবসায়ী মেহুল চোকসি আপাতত সেখানেই পুলিশের হেফাজতে। গত তিন-চার বছর যে অ্যান্টিগায় তিনি গা-ঢাকা দিয়ে ছিলেন, সেখান থেকেই গত রবিবার পালান চোকসি। অ্যান্টিগার প্রধানমন্ত্রী গ্যাস্টন ব্রাউন জানান, ডমিনিকার ডগলাস-চার্লস এয়ারপোর্টে পৌঁছেছে ভারতের একটি বিমান। চোকসিকে দেশে ফেরানোর বিষয়টি ত্বরান্বিত করা হচ্ছে কি না, সে জল্পনা তৈরি হয়েছে।
চোকসির সাম্প্রতিক কিছু ছবি ছড়িয়ে পড়ে ইন্টারনেটে। সেখানে তাঁর শরীরে আঘাতের চিহ্ন দেখা গিয়েছে। চোকসির আইনজীবীদের দাবি, ভারত ও অ্যান্টিগার পুলিশমিলে তাঁকে অপহরণ করে ডমিনিকায় নিয়ে গিয়েছে। মারধরও করেছে। যদিও অ্যান্টিগার দাবি, তিনি রেস্তোরাঁয় খেতে বেরোনোর নাম করে দেশ ছেড়ে পালিয়ে কিউবা যাচ্ছিলেন।
অ্যান্টিগার স্থানীয় একটি সংবাদপত্রে প্রধানমন্ত্রী ব্রাউন বলেন, ‘আমি যতদূর জানি তাতে ভারত সরকার সেকানকার আদালত থেকে কিছু নথি পাঠিয়েছে যাতে এটা নিশ্চিত হয় যে তিনি একজন পলাতক ব্যক্তি। সেই নথিগুলি ডমিনিকার আদালত নিশ্চয়ই দেখবে। কারণ তাঁর প্রত্যর্পণে স্থগিতাদেশ তো বুধবারইশেষ হচ্ছে। সে কারণে তাঁকে ফিরিয়ে নিতে যেতে ভারত কোনও কসুর করবে না বলে মনে হয়।’
শনিবার ডমিনিকায় যে বিমানটি পৌঁছেছে, সেটি গত ২৮ মে নয়াদিল্লি থেকে মাদ্রিদ হয়ে গিয়েছে।
ডমিনিকা পৌঁছল ভারতের বিমান, তবে কি মেহুল চোকসি শীঘ্রই দেশে?

শরীরে আঘাতের চিহ্ন থাকা মেহুল চোকসির এই ছবিই ইন্টারনেটে ছড়িয়েছে