Onlooker desk: চতুর্থ রাউন্ডে পৌঁছেও ফরাসি ওপেন থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিত দিলেন টেনিস তারকা রজার ফেডেরার।
আর মাসদুয়েক বাদে ৪০ পূর্ণ হবে ফেডেরারের। এটাই সম্ভবত রোলাঁ গারোর টুর্নামেন্টে তাঁর শেষ অংশগ্রহণ। দর্শক শূন্য গ্যালারির মাঝে বিশ্বের ৫৯ তম স্থানে থাকা ডমিনিক কিপফারকে ৭-৬, ৬-৭, ৭-৬, ৭-৫ এ হারান ফেডেরার।
গত বছর হাঁটুতে দু’বার অস্ত্রোপচার হয় তাঁর। ২০২০-র অস্ট্রেলিয়ান ওপেনের পর ফরাসি ওপেন তাঁর তৃতীয় টুর্নামেন্ট। কাল, সোমবার ইটালির মাত্তেও বেরেত্তিনির মুখোমুখি হওয়ার কথা ফেডেরারের। কিন্তু তিনি খেলতে নামবেন কি না, সেটা চূড়ান্ত নয় বলে ডমিনিকের সঙ্গে সাড়ে তিন ঘণ্টার ম্যাচ শেষে জানান তারকা খেলোয়াড়। তাঁর কথায়, ‘খেলা চালানো উচিত হবে কি না, সে ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে। হাঁটুর উপরে বেশি জোর দেওয়া ঠিক কি না, এখন বিশ্রামে থাকাই উচিত কি না, সে সব ভেবে দেখা দরকার।’
২০টি গ্ল্যান্ড স্লাম বিজয়ী, টেনিসের সর্বকালের অন্যতম সেরা খেলোয়াড় ফেডেরার বরাবর বলে এসেছেন, এ বছর উইম্বলডনই তাঁর প্রাধান্য। এ মাসের ২৮ তারিখে শুরু হচ্ছে উইম্বলডন। ফরাসি ওপেন শেষ হওয়ার পরদিন, আগামী ১৪ তারিখ হ্যালেতে ওয়ার্ম আপ গ্রাস টুর্নামেন্টেও খেলার কথা ফেডেরারের। কিন্তু পায়ের অবস্থা এমনই যে তিনি বলেন, ‘প্রত্যেক ম্যাচের আগে আমাকে পরিস্থিতি পর্যালোচনা করতে হয়। সকালে উঠে বুঝতে হয় কেমন আছি, হাঁটুর কী অবস্থা।’
ফরাসি ওপেন থেকে সরে দাঁড়াতে পারেন, ইঙ্গিত ফেডেরারের
