Onlooker desk: তৃতীয় রাউন্ডে হেরে গেলেন ভারতের টেবিল টেনিস খেলোয়াড় মণিকা বাত্রা (Manika Batra)। অস্ট্রিয়ার সোফিয়া পলকানোভার কাছে পরাজিত হয়ে অলিম্পিক্সের উইমেন’স সিঙ্গলস থেকে ছিটকে গেলেন তিনি। মাত্র ২৭ মিনিটের ম্যাচে পলকানোভা ৪-০য় হারান মণিকাকে (Manika Batra)।
খেলার শুরুতে দু’জনের টক্কর ভালোই হচ্ছিল। কিন্তু এক সময়ে মণিকাকে (Manika Batra) টক্কর দিয়ে এগিয়ে যান সোফিয়া। ১১-৮ এ প্রথম সেট জয় করেন তিনি। দ্বিতীয় সেটের আগাগোড়া কেবলই সোফিয়া। মণিকা (Manika Batra) তাঁর সামনে কার্যত দাঁড়াতেই পারেননি। মণিকার রিভার্স স্পিনও সোফিয়াকে সে ভাবে প্যাঁচে ফেলতে পারেনি। দ্বিতীয় সেটটি ১১-২এ শেষ হয়ে যায় মাত্র চার মিনিটে।
তৃতীয় সেটেও সে ভাবে ঘুরে দাঁড়াতে পারেননি মণিকা (Manika Batra)। তাঁর আক্রমণাত্মক ফোরআর্ম সে ভাবে দেখা যায়নি। পাশাপাশি সোফিয়ার প্রতিরোধ ছিল লক্ষ্যণীয় রকমের ভালো। কার্যত কোনও লড়াই ছাড়াই ১১-৫এ সেট হারেন মণিকা (Manika Batra)। চতুর্থ সেটও তিনি হেরে যান ১১-৭এ। পরের রাউন্ডে উঠে যান সোফিয়া।
এ দিনই সকালে উইমেন’স সিঙ্গলস ইভেন্ট থেকে ছিটকে যান সুতীর্থা মুখোপাধ্যায়। দ্বিতীয় রাউন্ডের ম্যাচ পোর্তুগালের ফু ইউয়ের কাছে হেরে যান সুতীর্থা। অন্যদিকে, মেন’স সিঙ্গলসের তৃতীয় রাউন্ডে পৌঁছেছেন শহরৎ কমল। পোর্তুগালের তিয়েগো অ্যাপোলোনিয়াকে পরাজিত করেন তিনি। ৪৮ মিনিটের ম্যাচ ৪-২ এ জেতেন শরৎ।
এ দিকে ৭৫ কেজি বক্সিংয়ে পরাজিত হলেন ভারতের বক্সার আশিস চৌধুরি। প্রথম অলিম্পিক্সের প্রথম রাউন্ডেই হেরে বিদায় নিলেন বছর ২৭-এর আশিস। চিনের এরবিয়েকে তুহেতার কাছে পরাজিত হন আশিস। এর আগে এশিয়ানে রুপো জেতেন তিনি। কিন্তু সোমবার ০-৫ এ হেরে যান তিনি।
বস্তুত, এ দিন ম্যাচের ওপেনিং রাউন্ড থেকেই ব্যাকফুটে ছিলেন হিমাচল প্রদেশের এই বক্সার। তাঁর তুলনায় অনেক বেশি সক্রিয়তা দেখান এরবিয়েকে।
দ্বিতীয় রাউন্ডে কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন আশিস। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই তুহেতার কাছে পরাজিত হতে হয় তাঁকে। এই রাউন্ডেও কার্যত বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেতেন তিনি।
তুহেতার পাঞ্চ অনেক বেশি ‘কানেক্ট’ করে। শেষ তিন মিনিটে আশিস তাঁকে কিছুটা বেগ দিতে সক্ষম হন। বাঁ চোখের নীচে আঘাত সত্ত্বেও লড়াইয়ে ফেরেন আশিস। বিচারকরাও তুহেতার পক্ষেই ঐকমত্যের ভিত্তিতে রায় দেন। তুহেতা এ বার ব্রাজিলের তৃতীয় স্থানাধিকারী হারবার্ট সুসার মুখোমুখি হবেন। সুসা অলিম্পিক্সে ব্রোঞ্জ পদকজয়ী।
ভারতীয় বক্সারদের মধ্যে বিকাশ কৃষাণ (৬৯ কেজি) এবং মণীশ কৌশিকও (৬৩ কেজি) এর আগে প্রথম রাউন্ডে হেরে অলিম্পিক্স থেকে বিদায় নিয়েছেন।
Theonlooker24x7.com–র সব খবরের নিয়মিত আপডেট পেতে লাইক করুন ফেসবুক পেজ ও ফলো করুন টুইটার।