Onlooker desk: একটি খুনের মামলায় অলিম্পিক্সে পদকজয়ী কুস্তিগীর সুশীল কুমারকে খুঁজছে দিল্লি পুলিশ। আপাতত তিনি ফেরার। তাঁর সম্বন্ধে কোনও খোঁজ মিললে ১ লক্ষ টাকা পুরস্কারের কথা ঘোষণা করেছে পুলিশ। দিল্লির একটি আদালত সুশীলের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় ওয়ারেন্ট জারি করেছে। সপ্তাহদুয়েক আগে নয়াদিল্লির ছত্রশাল স্টেডিয়ামের বাইরে খুন হন প্রাক্তন জুনিয়র জাতীয় কুস্তি চ্যাম্পিয়ন সাগর রাণা (২৩)। সুশীলের পাশাপাশি ফেরার অভিযুক্ত অজয়ের সম্বন্ধে তথ্য পেতে ৫০ হাজার টাকা পুরস্কার ঘোষণা করেছে পুলিশ।
ঘটনাটি গত ৪ মে-র। কয়েকজন কুস্তিগীরের মধ্যে সে দিন গোলমাল লেগে যায়। বচসা গড়ায় হাতাহাতিতে। এতে আহতও হন ক’জন। তাঁদের হাসপাতালে ভর্তি করতে হয়। চিকিৎসা চলাকালীন মারা যান সাগর। সুশীল অবশ্য ৫ তারিখেই এই ঘটনার সঙ্গে নিজের যোগ অস্বীকার করেছেন। তাঁর দলের কোনও কুস্তিগীর স্টেডিয়ামের ওই গোলমালে জড়িত ছিলেন না।
সুশীল কুমার দেশের অন্যতম সফল ক্রীড়াবিদদের একজন। ২০১২-র লন্ডন অলিম্পিক্সে রুপো এবং তার চার বছর পরে ২০১৬-র বেজিং অলিম্পিক্সে ব্রোঞ্জ পদক জেতেন তিনি।
খুনের মামলায় ফেরার কুস্তিগীর সুশীল কুমার, পুরস্কার ঘোষণা পুলিশের
