Onlooker desk: অলিম্পিক্সে উইমেন’স স্কেটবোর্ডিংয়ে সোনা জিতল জাপানের মোমিজি নিশিয়া (Momiji Nishiya)। মোমিজির বয়স ১৩ বছর ৩৩০ দিন। কনিষ্ঠতম অলিম্পিক্স চ্যাম্পিয়নদের তালিকায় নাম তুলেছে মোমিজি (Momiji Nishiya)। ব্রাজিলের রায়সা লিল ও জাপানেরই ফুনা নাকাইয়ামাকে টপকে এই সাফল্য মোমিজির। রায়সার বয়স ১৩ বছর ২০৩ দিন। জিতলে অলিম্পিক্সের কনিষ্ঠতম চ্যাম্পিয়ন হত সে। ফুনা কিছুটা বড়। তার বয়স ১৬।
ট্রিকস পর্বে অসাধারণ পারদর্শিতার নিদর্শন রাখে মোমিজি (Momiji Nishiya)। ১৫.২৬ পয়েন্ট তুলে নেয় বালিকা। এ বারের অলিম্পিক্সেই প্রথম স্কেটবোর্ডিং যুক্ত হয়েছে। রবিবার মেন’স স্কেটবোর্ডিংয়ে জিতেছে জাপানেরই ইয়ুতো হোরিগোমে। ট্রিকসে সে-ও অসাধারণ দক্ষতার পরিচয় দেয়।
এ পর্যন্ত অলিম্পিক্সের রেকর্ডে কনিষ্ঠতম পদকজয়ী মার্কিন ডাইভার মারজোরি গেস্ট্রিং। ১৯৩৬-এর বার্লিন অলিম্পিক্সে ১৩ বছর ২৬৮ দিন বয়সে ৩ মিটার স্প্রিংবোর্ডে জিতেছিলেন মারজোরি।
স্কেটারদের প্রত্যেককে ইকুইপমেন্টে দু’টি ৪৫ সেকেন্ড রান এবং ট্রিকে পাঁচটি শট পারফর্ম করতে হয়। এই সাত পারফরম্যান্সের মধ্যে চারটি সেরা স্কোরই চূড়ান্ত টোটাল হিসাবে ধরা হয়।
টোকিও অলিম্পিক্সে স্কেটবোর্ডিং ছাড়াও তিনটি খেলা নতুন করে যুক্ত হয়েছে। সেগুলি হল সার্ফিং, স্পোর্ট ক্লাইম্বিং এবং ক্যারাটে। কমবয়সিদের কাছে অলিম্পিক্সকে আরও বেশি গ্রহণযোগ্য করতে এই উদ্যোগ।
এ দিকে সোমবার রাশিয়ার দানিল মেদভেদেভের কাছে পরাজিত হয়ে ছিটকে গেলেন ভারতীয় টেনিস তারকা সুমিত নাগাল। প্রথম রাউন্ডের পর দ্বিতীয় রাউন্ড ম্যাচেও পরাজিত হন তিনি। অতনু দাস, প্রবীণ জাদভ এবং তরুণদীপ রাইয়ের তিরন্দাজ দলও এ দিন কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে যায়। দক্ষিণ কোরিয়ার কাছে ৬-০য় হেরে যান অতনুরা।
কাজাখস্তানকে ৬-২ এ হারিয়ে কোয়ার্টার ফাইনালে প্রবেশ করেছিল এই দল। অন্যদিকে, ভারতের স্বস্তিকারাজ রাঙ্কিরেড্ডি এবং চিরাগ শেঠিও মেন’স ডাবলস ব্যাডমিন্টনে স্ট্রেট সেটে হেরে যান।
টেবিল টেনিসে অবশ্য ভালো খবর ভারতের জন্য। ভারতের শরৎ কমল পর্তুগালের তিয়েগো অ্যাপোলোনিয়াকে ৪-২ এ পরাজিত করেন দ্বিতীয় রাউন্ডে। প্রথম রাউন্ডে হারলেও পরে দুর্দান্ত ভাবে খেলায় ফেরেন শরৎ।
পাশাপাশি, আজ ফের খেলতে নামছেন মণিকা বাত্রা। প্রাথমিক হারের পর রবিবার জয়ের মুখ দেখেন মণিকা। উইমেন’স সিঙ্গলসের তৃতীয় রাউন্ডে সোমবার নামছেন তিনি। প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের কাছে হারের পর পুল এ ফিক্সচারে আজ জার্মানির বিরুদ্ধে খেলতে নামছে ভারতীয় মহিলাদের হকি দল। এ ছাড়া শুটিং, সাঁতার, বক্সিং-সহ কয়েকটি ইভেন্টে আজ খেলতে নামছেন ভারতীয় অ্যাথলিটরা।
Theonlooker24x7.com–র সব খবরের নিয়মিত আপডেট পেতে লাইক করুন ফেসবুক পেজ ও ফলো করুন টুইটার।