Onlooker desk: দু’বছরের মধ্যে প্রথম পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ ও বছরের প্রথম এবং শেষ সুপার ব্লাড মুনে আপ্লুত হলো বিশ্বের নানা প্রান্ত। সুপার মুনের কারণে আজ, বুধবার চন্দ্রগ্রহণের সময় চাঁদ আর পৃথিবী ছিল সবচেয়ে কাছাকাছি। এমন ঘটনা অদূর ভবিষ্যতে হওয়ার সম্ভাবনা কম বলে বিশেষজ্ঞরা জানাচ্ছেন। পরবর্তী ব্লাড সুপার মুন ২০৩৩ সালে হওয়ার সম্ভাবনা। সুপার মুনে চাঁদ পৃথিবীর মাত্র ৩ লক্ষ ৬০ হাজার কিলোমিটার দূরে থাকে। তাই তাকে অনেক বড় ও স্পষ্ট দেখতে পাওয়া যায়। রং-ও থাকে উজ্জ্বল, লাল।
আকাশে মেঘ না থাকলে বিশ্বের বহু প্রান্ত থেকেই বৃহৎ, রক্তরঙা চাঁদের দৃশ্য দেখা গিয়েছে। আমেরিকার পশ্চিমাঞ্চল, কানাডা, মেক্সিকো, মধ্য আমেরিকার প্রায় সব প্রান্ত ও ইকুয়েডর, পশ্চিম পেরু, দক্ষিণ চিলি ও আর্জেন্টিনা ছাড়াও অস্ট্রেলিয়ার পূর্বাঞ্চল ও নিউ জিল্যান্ড থেকে তা সবচেয়ে ভালো দেখা গিয়েছে। খালি চোখে ধরা পড়েছে চন্দ্রগ্রহণও।
সোশ্যাল মিডিয়ায় অনেকেই সুপার মুন ও চন্দ্রগ্রহণের ছবি পোস্ট করেছেন। টুইটার ভেসেছে আপ্লুত জনগণের পোস্টে।
একসঙ্গে ব্লাড মুন, চন্দ্রগ্রহণ, উল্লসিত দুনিয়া
