Onlooker desk: কেউ লিখেছে — বাড়ির পিছনের অশোকভাইকে দিলে এই জামা ৫০০ টাকায় বানিয়ে দেবে।
কারও বক্তব্য — ৫ ডলারে সরোজিনী মার্কেট থেকে এনে দিচ্ছি এমন জিনিস।
একজন লিখেছে — আম্মি তো এরকম জামা ৩০০ টাকা দিয়ে কিনে দিয়েছিল।
আবার কারও সাফ কথা — ৫০০ টাকাতেও কিনব না।
‘এই ৫০০ টাকাতেও কিনব না’ জামাই ইটালিয়ান ফ্যাশন ব্র্যান্ড গুচ্চি সাড়ে তিন হাজার ডলার বা প্রায় আড়াই লক্ষ টাকায় বিক্রি করছে। দাম মেটানোর জন্য ইনস্টলমেন্টের ব্যবস্থাও রয়েছে। কিছুটা ভারতীয় কুর্তার মতো দেখতে। সাদার উপর ফুলের নকশা, গলার কাছে ফিতে বাঁধার ব্যবস্থা। খুবই সাদামাঠা। নজর কাড়ার মতো কিছুই নেই জামার মধ্যে। বরং মডেলের সাজ কিছুটা ব্যতিক্রমী। সাদা জামার সঙ্গে সবুজ পায়জামা, পায়ে স্নিকার্স, চোখে চশমা, ছোট করে ছাঁটা চুল, গম্ভীর মুখে একটি বল হাতে দাঁড়িয়ে। সেটাও বিশেষ দৃষ্টিনন্দন হয়নি বলে মত নেট নাগরিকদের। কিন্তু সব ছাপিয়ে তাঁরা ওই জামার দাম দেখে তাজ্জব। উপরে লেখা ওই সব মন্তব্যে ভরিয়ে ফেলেছেন সামাজিক মাধ্যম। এত টাকা দিয়ে কে বা কারা ওই কুর্তা কিনবে, তা নিয়েও ঘুরে বেড়াচ্ছে প্রশ্ন।
অতীতে নানা ধরনের মস্তিষ্কবন্ধনীর ব্যবহার ঘিরেও বিতর্কে জড়িয়েছিল গুচ্চি। ফ্যাশন শো-এ পাগড়ির ব্যবহার নিয়ে সে বার প্রশ্ন উঠেছিল।