Onlooker desk: ‘নো ফিয়ার, ওনলি বিয়ার’ — বলা যেতে পারে, এমনই কোনও মন্ত্রে দেশবাসীকে টিকা নিতে উদ্বুদ্ধ করছে আমেরিকার একটি বিয়ার প্রস্তুতকারক সংস্থা। আগামী ৪ জুলাই স্বাধীনতা দিবসের ছুটির আগে একমাস করোনা মোকাবিলায় সক্রিয়তা বাড়ানোর আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
স্বাধীনতা দিবসের আগে মোট জনসংখ্যার ৭০ শতাংশকে টিকার অন্তত একটি ডোজ দিয়ে দিতে চাইছে তাঁর সরকার। গরমের আগে যাতে প্রাক্ করোনা পর্বের অবস্থায় দেশ ফিরতে পারে, সেটাই লক্ষ্য বাইডেনের। সেই লক্ষ্যে কখনও নগদ, কখনও কোনও ম্যাচের টিকিট বা পেড লিভ দেওয়া হয়েছে। এ বার সেই তালিকায় যোগ হতে চলেছে বিয়ার।
হোয়াইট হাউজ জানিয়েছে, এই এক মাস সক্রিয়তা বাড়াতে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের পথ ধরা হবে। সে জন্য নানা ক্ষেত্রের মানুষকে দিয়ে প্রচারের পরিকল্পনাও রয়েছে। এ পর্যন্ত আমেরিকার ৬২.৮ শতাংশ সাবালক টিকার অন্তত একটি ডোজ পেয়েছেন।
বেসরকারি সংস্থা অ্যানহাউজার-বশ বুধবার জানিয়েছে, বাইডেনের ৭০ শতাংশের অন্তত এক ডোজ টিকাকরণের লক্ষ্যমাত্রা পূরণ হলে ২১-এর বেশি বয়সি আমেরিকানদের একটি করে বিয়ার খাওয়াবে তারা।
এই দেশে টিকাকরণের ‘ইনসেনটিভ’ এ বার এক পাত্র বিয়ার
