Onlooker desk: জুনের গোড়াতেই চমক দিল্লির জন্য। মঙ্গলবার মাসের শুরুতে স্বাভাবিকের চেয়ে ১০ ডিগ্রি কমে দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা দাঁড়াল ১৭.৬ ডিগ্রি সেলসিয়াসে। জুন মাসে দিল্লির তাপমাত্রা এর আগে এতখানি কম কখনও হয়নি বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। সর্বোচ্চ তাপমাত্রাও ছিল স্বাভাবিকের তুলনায় অনেকখানি কম — ৩৩.৬ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া দপ্তরের রিজিয়নাল ফোরকাস্টিং সেন্টারের প্রধান, কুলদীপ শ্রীবাস্তব জানিয়েছেন, পশ্চিমি ঝঞ্ঝার জেরে সোমবার রাতভর ঝড়বৃষ্টি, বজ্রপাতে মঙ্গলবারের তাপমাত্রায় এই পতন। ২০০৬-এর ১৭ জুন দিল্লির তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছিল।
মঙ্গলবার সকাল সাড়ে আটটা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ১৬.৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে দিল্লিতে। আজ, বুধবারও আংশিক মেঘলা আকাশ, হাল্কা বৃষ্টি ও বজ্রপাতের পূর্বাভাস রয়েছে। মে মাসেও এ বার দিল্লির তাপমাত্রা বিশেষ বাড়েনি। গড় ছিল ৩৭.৫ ডিগ্লি। গত ১৩ বছরে দিল্লির নিরিখে যা সর্বনিম্ন। এমনকী, ২০১৪-র পর এ বার ফের বর্ষার আগে একদিনও তাপপ্রবাহ পর্যম্ত হয়নি বলে খবর।
কুলদীপ জানান, ঘনঘন পশ্চিমি ঝঞ্ঝায় প্রথমে দিল্লির পারদ নিয়ন্ত্রণে ছিল। পরে ঘূর্ণিঝড় তউকতির জেরে রেকর্ড বৃষ্টিপাতে তাপমাত্রা লাগামছাড়া ভাবে বাড়েনি।
১৭.৬ ডিগ্রিতে জুনে শীতলতম দিন রাজধানীতে
