কলকাতা: শোনা গিয়েছিল আগেই। তা সত্যি করে সোমবার রাজ্য বিধানসভায় বিরোধী দলনেতা হিসাবে শুভেন্দু অধিকারীকে দায়িত্ব দিল বিজেপি। নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে জয়ী, ‘জায়ান্ট কিলার’ শুভেন্দুকেই যে বিরোধী দলনেতার স্বীকৃতি দেওয়া হবে, শনিবার থেকে শোনা যাচ্ছিল সে কথা। সোমবার মুকুল রায়ের প্রস্তাব মেনে দায়িত্ব গেল শুভেন্দুর হাতে।
কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ এবং দলের অন্যতম সর্বভারতীয় সাধারণ সম্পাদক ভূপেন্দ্র যাদবকে পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা বেছে নেওয়ার দায়িত্ব দিয়েছিল বিজেপি। সোমবার পরিষদীয় দলের বৈঠকে ৭৭ জন বিধায়ককেই উপস্থিত থাকতে বলা হয়েছিল। বৈঠকের পর রবিশঙ্কর জানান, বিধায়ক তথা দলের সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায় শুভেন্দু অধিকারীর নাম প্রস্তাব করেন। আরও ২২ জন বিধায়ক তাতে সমর্থন জানান। বাকিরা কোনও নাম প্রস্তাব করেননি। তাই বিধানসভায় দলের নেতা হিসাবে শুভেন্দুকেই বেছে নেওয়া হলো।
সূত্রের খবর, নন্দীগ্রামের বিধায়কের পাশাপাশি কৃষ্ণনগর উত্তরের বিধায়ক মুকুলের নামও আলোচনায় ছিল। কিন্তু দলের সর্বভারতীয় সহ-সভাপতি হিসাবে মুকুলকে সাংগঠনিক কাজও দেখতে হবে। তা ছাড়া এই প্রথম বিধায়ক হলেন মুকুল। সেই বিচারে তাঁর তুলনায় শুভেন্দু অভিজ্ঞ। তাই দলনেতার বিরোধী দলনেতার দায়িত্বে মমতা সরকারের প্রাক্তন পরিবহণ মন্ত্রীই।
প্রস্তাব মুকুলের, বিধানসভায় বিরোধী দলনেতা শুভেন্দু
