কলকাতা: এক ডজন ভুলের জেরে সোমবার নারদ মামলা নিয়ে সিবিআইয়ের আবেদনই খারিজ করে দিয়েছিল সুপ্রিম কোর্ট। আর আজ, মঙ্গলবার সেই মামলার শুনানি হতে চলেছে শীর্ষ আদালতে। আজ দুপুরে দুই বিচারপতির বেঞ্চে শুনানি হওয়ার কথা। যার জেরে সোমবার কলকাতা হাইকোর্টের বৃহত্তর বেঞ্চে যে শুনানি হয়েছে, তাকে ঘিরে তৈরি হয়েছে অনিশ্চয়তা।
নারদ মামলায় জড়িত থাকার অভিযোগে গত ১৭ মে ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র ও শোভন চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করেছিল সিবিআই। তাঁদের গৃহবন্দিত্বের নির্দেশের পাশাপাশি জামিন ও মামলাটি অন্যত্র সরানোর আবেদন শুনানির জন্য বৃহত্তর বেঞ্চ গঠন করে হাইকোর্ট।
রবিবার মধ্যরাতে সেই বেঞ্চ গঠনের সিদ্ধান্তের বিরোধিতা করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল সিবিআই। কিন্তু আবেদনে অন্তত এক ডজন ভুল থাকায় আবেদন খারিজ করে সর্বোচ্চ আদালত।
সোমবার সন্ধ্যায় সিবিআই ভ্রম সংশোধন করে ফের আবেদন জানায়। তার ভিত্তিতেই গৃহীত হয় নারদ-মামলা। মামলাটি আজ সুপ্রিম কোর্টের বিচারপতি বিনীত সারণ ও বিচারপতি বি আর গভায়ের বেঞ্চে শুনানি হবে বলে সূত্রের খবর।
নতুন আবেদন গৃহীত, আজ নারদ মামলার শুনানি সুপ্রিম কোর্টে

সুপ্রিম কোর্ট