কলকাতা: করোনা পরিস্থিতিতে মাধ্যমিক (Madhyamik), উচ্চ মাধ্যমিক (Higher Secondary) নিয়ে সব পক্ষের মতামত চাইল রাজ্য সরকার। পরীক্ষা হওয়া উচিত কি না, না হলে মূল্যায়ন কোন পথে হবে, সে সংক্রান্ত মত জানাতে তিনটি মেল আইডি দেওয়া হয়েছে। সেগুলি হলো: [email protected], ২) [email protected], ৩) [email protected]
কাল, সোমবার দুপুর দুটোর মধ্যে পড়ুয়া, অভিভাবক থেকে সাধারণ মানুষকে এ বিষয়ে মতামত জানাতে হবে।
আজ, রবিবার রাজ্যের শিক্ষা দপ্তরের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে – ‘রাজ্য সরকার ইতিমধ্যেই একটি বিশেষজ্ঞ কমিটি তৈরি করেছে। সেই কমিটি যে বিষয়গুলি খতিয়ে দেখছে, সেগুলি হল ১) মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা হওয়া উচিত কি না, ২) পরীক্ষা হলেও কী ভাবে সেই পরীক্ষা নেওয়া হবে, ৩) পরীক্ষা না হলে মূল্যায়ন কী ভাবে হবে’।
বিশেষজ্ঞ কমিটির পাশাপাশি সরকার সাধারণ মানুষ, অভিভাবক ও পড়ুয়াদের মতও জানতে চেয়েছে। সেই সূত্রেই দেওয়া হয়েছে তিনটি মেল আইডি।
গত বুধবার যৌথ সাংবাদিক বৈঠকে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকের সূচি ঘোষণা করার কথা ছিল মধ্যশিক্ষা পর্ষদ ও উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের। কিন্তু বৈঠকটি বাতিল করা হয়। তার পরেই রাজ্য বিশেষজ্ঞ কমিটির কথা জানায়।
মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক নিয়ে জনমত চাইল সরকার, দেওয়া হলো তিনটি মেল আইডি
