Onlooker desk: করোনা আক্রান্ত হয়ে বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি হলেন কবি জয় গোস্বামী (joy goswami)। রবিবার রাতে তাঁর করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। যদিও কবির শারীরিক অবস্থা স্থিতিশীল বলেই জানিয়েছেন হাসপাতালের চিকিৎসকরা।
জানা গিয়েছে, রবিবার সকাল থেকে জ্বর আসে কবির। সন্ধ্যার দিকে অন্যান্য উপসর্গের সঙ্গে তাপমাত্র বাড়লে কবিকে বেলেঘাটা আইডি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রথমে করোনা পরীক্ষার জন্য নমুনা নেওয়ার পাশাপাশি নন-কোভিড ওয়ার্ডে রেখে চিকিৎসা শুরু হয়। রাতের দিকে রিপোর্ট পজিটিভ এলে তাঁকে কোভিড ওয়ার্ডে নিয়ে যাওয়া হয়। তাঁর স্ত্রী কাবেরী গোস্বামীরও মৃদু উপসর্গ থাকায় সোমবার তাঁর করোনা পরীক্ষা হবে বলে হাসপাতাল সূত্রে খবর।
করোনা আক্রান্ত হয়ে বেলেঘাটা আইডি-তে ভর্তি কবি জয় গোস্বামী
