Onlooker desk: করোনা সংক্রমণের পাশাপাশিই চুপিসাড়ে বেড়ে চলেছে পেট্রল ডিজেলের দর। সোমবারের পর মঙ্গলবারও জ্বালানি তেলের দাম বেড়েছে দেশজুড়ে। রেকর্ড উচ্চতায় পৌঁছেছে তা।
আজ, মঙ্গলবার দিল্লিতে পেট্রল ৯১.৮০ টাকা লিটার। ডিজেল ৮২.৩৬ টাকা। মুম্বইতে যথাক্রমে ৯৮.১২ টাকা ও ৮৯.৪৮ টাকা। কলকাতায় ৯১.৯২ ও ৮৫.২০ টাকা।
২৪ মার্চ থেকে ১৫ এপ্রিলের মধ্যে চারটি রিভিশনে জ্বালানির দাম একটু কমলেও গত সপ্তাহে পরপর চারদিন তা বৃদ্ধি পাওয়ায় সব স্বস্তি উধাও। সপ্তাহান্তে দাম আর না বাড়লেও সোমবার ফের তা চড়তে শুরু করেছে।
গত জানুয়ারি-ফেব্রুয়ারি মাসে পেট্রল ও ডিজেলের দাম রোজই লাগামছাড়া ভাবে বেড়েছে। ২৭ ফেব্রুয়ারি তা চরমে পৌঁছয়। মার্চে দু’দফায় দাম কমে। গত ১৫ এপ্রিল ফের একদফা কমানো হয় দাম। তারপরে ১৮ দিন এক জায়গায় থেকে গত ৪ মে ফের শুরু হয় পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি।
ফেব্রুয়ারিতে মধ্যপ্রদেশ ও রাজস্থানে পেট্রলের দাম ১০০ টাকা পেরিয়ে গিয়েছিল। সোমবার মহারাষ্ট্রের পার্বণীতেও তিন অঙ্কে পৌঁছেছে তা।
ভ্যাট এবং ফ্রেট চার্জ অনুযায়ী এক এক রাজ্যে পেট্রোপণ্যের দাম এক এক রকম।
সোমের পর মঙ্গলবারও ফের বাড়ল পেট্রল-ডিজেলের দাম

পাঁচ রাজ্যে ভোট মিটতেই ফের বাড়তে শুরু করল পেট্রোপণ্যের দাম — প্রতীকী চিত্র