কলকাতা: ঘূর্ণিঝড় ইয়াস পরিস্থিতি দেখতে রাজ্যে উপস্থিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কলাইকুণ্ডায় তাঁর সঙ্গে বৈঠক করার কথা ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। কিন্তু সেই বৈঠকে উপস্থিত থাকবেন না বলে জানালেন মমতা।
জল্পনার সূত্রপাত বৃহস্পতিবার রাতে। জানা যায়, প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর ওই বৈঠকে থাকবেন কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, এ রাজ্য থেকে কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরী, রাজ্যপাল জগদীপ ধনখড় এবং বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। মূলত শুভেন্দুকে নিয়েই আপত্তি জানান মমতা। কারণ বিধানসভায় বিরোধী দলনেতা হিসাবে বিজেপি তাঁকে বেছে নিলেও এখনও ওই পদে সরকারি ভাবে দায়িত্ব নেননি শুভেন্দু। নন্দীগ্রামের বিধায়ক ছাড়া তাঁর অন্য পরিচয় আপাতত নেই। তা হলে মোদী-মমতার বৈঠকে তিনি কী করবেন, তা নিয়ে প্রশ্ন ওঠে। বৃহস্পতিবার রাতেই বিষয়টি দিল্লিকে জানায় নবান্ন।
ইয়াসের ক্ষয়ক্ষতি দেখতে আজ, শুক্রবার সাগরদ্বীপে যান মমতা। সেখানে সুন্দরবন উন্নয়ন মন্ত্রী-সহ ১২ জন প্রশাসনিক কর্তার সঙ্গে বৈঠক করেন। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানান, ইয়াস নিয়ে কলাইকুণ্ডার বিমানঘাঁটিতে মোদীর বৈঠকে হাজির থাকবেন না তিনি। রাজ্যের তরফে এ সংক্রান্ত তথ্য পাঠিয়ে দেওয়া হবে।
শুভেন্দুকে উপস্থিত রাখতে চেয়ে ওই বৈঠককে রাজনৈতিক রং দেওয়ার চেষ্টা হয় বলে মনে করেছে নবান্ন। আজ, দুপুর আড়াইটে থেকে সাড়ে তিনটে পর্যন্ত প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক ছিল। তার আগে ওডিশায় পরিদর্শন সেরেছেন মোদী। প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীর এই বৈঠক হলে হাইভোল্টেড নির্বাচনের পর এই প্রথম মুখোমুখি হতেন তাঁরা। কিন্তু আপাতত তা আর হচ্ছে না বলেই খবর।
কলাইকুণ্ডায় মোদীর বৈঠকে যাবেন না, জানালেন মমতা
