ডিজিটাল ডেস্ক: করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে মিছিল, রোড-শো বন্ধের নির্দেশ দিল নির্বাচন কমিশন। পাশাপাশি জনসভার ক্ষেত্রে ভিড় নিয়ন্ত্রণের কথা বলা হয়েছে। এখনও দু’দফা নির্বাচন বাকি। তার আগে সর্বোচ্চ ৫০০ জনকে নিয়ে জনসভা করতে পারবে রাজনৈতিক দলগুলি। তবে অবশ্যই সেখানে কোভিড বিধি মানতে হবে। একই সঙ্গে নির্বাচনের ৭২ ঘণ্টা আগে প্রচার শেষ করতে বলা হয়েছে।
এদিনই বিকেলে কর্মসূচি বাতিলের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও তাঁর সভা বাতিলের কথা টুইট করে জানান। মমতা লিখেছেন, রাজ্য এবং দেশের কোভিড পরিস্থিতির দিকে তাকিয়ে নির্বাচন কমিশন নির্দেশিকা জারি করেছে। তা মেনে আমি আমার সমস্ত জনসভা বাতিল করছি।’ আগামী দিনে ভার্চুয়াল প্ল্যাটফর্মে প্রচারের কথা জানিয়েছেন তিনি। সেই কর্মসূচিও খুব শীঘ্রই জানানো হবে বলে লিখেছেন মমতা।