কলকাতা: করোনা ও ভোটের কারণে এমনিই পিছিয়ে আগামী ১ জুন এ বারের মাধ্যমিক শুরু হওয়ারকথা ছিল। কিন্তু নির্ধারিত সেই সূচি মেনে পরীক্ষা কার্যত অসম্ভব বলে জানাল মধ্যশিক্ষা পর্ষদ। পর্ষদেরসভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় মঙ্গলবার সংবাদমাধ্যমে বলেন, ‘ওই সূচিতে আপাতত পরীক্ষা হচ্ছেনা। কিন্তু তা পিছিয়ে যাবে, না বাতিল হবে, সে ব্যাপারে সিদ্ধান্ত হবে সরকারের সঙ্গে কথা বলে।‘
আইসিএসই এবং সিবিএসই দশমীর পরীক্ষা ইতিমধ্যে বাতিল হয়েছে। এ বার মাধ্যমিক সেই পথেইবাতিল হবে কি না, তা নিয়ে অবশ্য প্রশ্ন থেকেই গিয়েছে।
মাধ্যমিকের নির্ধারিত সূচি মেনে পরীক্ষা হলে তা শুরু হওয়ার কথা ছিল আগামী ১ জুন। অর্থাৎমেরেকেটে সপ্তাহ তিনেক বাকি। কিন্তু করোনার যা পরিস্থিতি তাতে পরীক্ষা ওই সময়ে হবে কি না, সেসম্বন্ধে সংশয় ছিলই।
এমনিতে রাজ্যে সরকারি ভাবে লকডাউন ঘোষণা না হলেও ব্যাপক কড়াকড়ি চলছে। লোকাল ট্রেনঅন্তত আগামী ১৯ তারিখ পর্যন্ত বন্ধ। বাস, মেট্রো চলছে ৫০ শতাংশ। পরিস্থিতি আশু বদলের সম্ভাবনাক্ষীণ। তাহলে পরীক্ষার্থীরা কী ভাবে কেন্দ্রে পৌঁছবে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন বহু অভিভাবক। এ নিয়েমুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত হবে বলে সোমবারই জানিয়েছেনশিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।