কলকাতা: কাল, বৃহস্পতিবার থেকে রাজ্যে সমস্ত লোকাল ট্রেন চলাচল বন্ধ। বুধবার রাজভবনে শপথগ্রহণের পর নবান্নে জরুরি বৈঠক করে এই সিদ্ধান্ত নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরকারি পরিবহণএবং মেট্রো চলবে ৫০ শতাংশ। বাজার ও ব্যাংক খোলার সময়ও বদলানো হয়েছে।
এদিন শপথ নেওয়ার পরেই মমতা জানিয়েছিলেন যে করোনা মোকাবিলা তাঁর অগ্রাধিকার। সেই মতোএকাধিক নির্দেশ জারি করেছেন তিনি।
লোকাল বন্ধ ও সরকারি পরিবহণ, মেট্রো ৫০ শতাংশ চলার পাশাপাশি বিমানযাত্রায় আরটিপিসিআরপরীক্ষা বাধ্যতামূলক করা হয়েছে।
বাজার সকাল ৭টা থেকে বেলা ১০টা এবং বিকেল ৫টা থেকে সন্ধে ৭টা পর্যন্ত খোলা থাকবে বলে ঠিকহয়েছে। তবে বউবাজারের সোনার দোকান খোলা থাকবে দুপুর ১২টা থেকে ৩টে পর্যন্ত। ব্যাংক খোলাসকাল ১০টা থেকে দুপুর ২টো পর্যন্ত। সরকারি অফিসে ৫০ শতাংশ কর্মীর হাজিরা চালু।
বেসরকারি ক্ষেত্রে জোর ওয়ার্ক ফ্রম হোমে।
রাজ্যে করোনা সংক্রমণ বাড়ছে লাগামছাড়া গতিতে। মঙ্গলবার একদিনে আক্রান্ত হন ১৭ হাজারেরওবেশি মানুষ। মৃত ১০৭।