Onlooker desk: করোনা আবহে এ বার উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে পরীক্ষার্থীদের নিজেদের স্কুলে।অর্থাৎ হোম সেন্টারে পরীক্ষা হবে। সময় বদলে তা হবে দুপুর ১২টা থেকে সওয়া ৩টে পর্যন্ত। পাশাপাশি, আগামী ১৫ জুন একাদশের যে বার্ষিক পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল, বাতিল করা হয়েছে তা। আগামী১ জুন মাধ্যমিক শুরু হওয়ার কথা। তা নিয়ে অবশ্য এখনো কিছু জানায়নি মধ্যশিক্ষা পর্ষদ।
শুক্রবার উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভানেত্রী মহুয়া দাস বিজ্ঞপ্তি জারি করে উচ্চ মাধ্যমিকের কেন্দ্রবদল ও একাদশের পরীক্ষা বাতিলের কথা জানান। জানানো হয়েছে, কোভিড পরিস্থিতিতে সংসদ নজররাখছে। পরিস্থিতি অনুযায়ী, উচ্চ মাধ্যমিকের ব্যাপারেও সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
তিন শাখা মিলিয়ে একাদশে পরীক্ষার্থীর সংখ্যা ৯ লক্ষের বেশি। আর এ বার উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীআট লক্ষ ছুঁইছুঁই।