কলকাতা: ‘বাংলার উন্নতির স্বার্থে প্রধানমন্ত্রীর পা ছুঁতে হলে তাও করব। কিন্তু এ রকম মিথ্যাচরণ করছেন কেন? বাংলার উপরে এত রাগ কেন?’ নবান্নে সাংবাদিক সম্মেলন করে প্রশ্ন তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। এ বছর ২৩ জানুয়ারি উপলক্ষ্যে ভিক্টোরিয়া মেমোরিয়ালের অনুষ্ঠান থেকে সাম্প্রতিক কোভিড বৈঠক নিয়ে আপত্তি শানালেন মমতা। প্রোটোকল বজায় রেখেই তিনি কলাইকুন্ডা গিয়েছিলেন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অনুমতি নিয়েই দিঘায় প্রশাসনিক বৈঠকে যোগ দিতে যান। তার পরেও কেন এই ‘রাজনৈতিক প্রতিহিংসা’, সে প্রশ্ন তুললেন মমতা। কলাইকুন্ডায় বিরোধী দলনেতা থাকলেও গুজরাট, ওড়িশা সহ অন্যান্য রাজ্যে তা হলো না কেন, জানতে চান মমতা। সব রকম চেষ্টা সত্ত্বেও নির্বাচনে পরাজয়ের জন্যই এই রাজনীতি কি না, সে প্রশ্ন তোলেন মমতা।
মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে দিল্লির ডেপুটেশনে ডাকা নিয়েও তীব্র আক্রমণ শানান। কোভিডের জন্য আলাপনের কার্যকাল বাড়ানোর আবেদনের প্রেক্ষিতে তিন মাস মেয়াদ বাড়ানো হয়। তাহলে এখন দিল্লিতে ডেকে নেওয়ার অর্থ কী? প্রশ্ন মমতার। দিল্লির আচরণে তিনি অপমানিত বলে জানান। এই চিঠি বাতিলের আবেদন জানান মমতা।
‘বাংলার স্বার্থে প্রয়োজনে মোদীর পা ধরব ‘, আলাপনের ডেপুটেশন বাতিলের আর্জি মমতার
