কলকাতা: সল্টলেক স্টেডিয়ামকে কোভিড হাসপাতাল হিসাবে গড়ে তুলছে রাজ্য সরকার। প্রাথমিকপর্যায়ে সেখানে ২০০–রও বেশি শয্যা থাকবে বলে খবর। রাজ্যকে এই কাজে সহযোগিতা করবে আমরি।
রাজ্যে করোনার চিত্র ক্রমশ উদ্বেগজনক হচ্ছে। হাসপাতালে শয্যা না পেয়ে মৃত্যু হচ্ছে অনেকের। সেইসমস্যা সমাধানের লক্ষ্যেই সল্টলেকের বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গনকে কোভিড হাসপাতাল হিসাবেগড়ে তুলছে সরকার। আপাতত ২২৩টি শয্যার মধ্যে জেনারেল বেড করা হয়েছে ২১০টিকে। সেই সঙ্গেযুব ভারতীতে টিকাকরণ হবে বলেও জানা গিয়েছে।
আমরির তরফে জানানো হয়েছে, স্টেডিয়ামে করোনার চিকিৎসার জন্য জেনারেল আইসোলেশন ওয়ার্ডথাকছে।
কিছু দিন আগে যাদবপুর স্টেডিয়ামকেও করোনা হাসপাতাল হিসাবে গড়ে তোলা হয়েছে। সেই কাজেরাজ্যকে সহায়তা করছে মেডিকা।