Onlooker desk: রাতের খাবারের সঙ্গে স্যালাড দেওয়া হয়নি কেন? সেই রাগে স্ত্রীকে হত্যা ও ছেলেকে গুরুতর আহত করার অভিযোগ উঠল উত্তর প্রদেশের শামলির এক বাসিন্দার বিরুদ্ধে। ঘটনাটি দিনদুয়েক আগের। অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার রাতে ডিনারের সঙ্গে স্যালাড দেওয়া হয়নি মুরলী সিং নামে ওই ব্যক্তিকে। সেই রাগে স্ত্রী সুদেশকে বেলচা দিয়ে আঘাত করে সে। ২০ বছরের পুত্র অজয় মাকে বাঁচাতে গিয়ে গুরুতর জখম হয়। এই কাণ্ড ঘটিয়ে এলাকা ছেড়ে চম্পট দেয় মুরলী। পুলিশ তার বিরুদ্ধে খুন ও খুনের চেষ্টার অভিযোগ দায়ের করে তল্লাশি শুরু করে। শেষ পর্যন্ত কাছের একটি জঙ্গল থেকে পাকড়াও করা হয় ওই ব্যক্তিকে। পুলিশ অফিসার নেম চাঁদ বলেন, ‘ওই ব্যক্তির বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির নির্দিষ্ট ধারায় মামলা করে তদন্ত শুরু হয়েছে।’ অজয় আপাতত হাসপাতালে। এখনও সঙ্কটজনক অবস্থা তার।
স্যালাড দেওয়া হয়নি কেন? রাগে খুন স্ত্রীকে
