Onlooker desk: ভারতের কোভিড সঙ্কট মোকাবিলায় তিনটি ১৮ টনের অক্সিজেন জেনারেটর এবং এক হাজার ভেন্টিলেটর নিয়ে উত্তর আয়ারল্যান্ডের বেলফাস্ট থেকে উড়ে আসছে বিশ্বের বৃহত্তম পণ্যবাহী বিমান আন্তনভ ১২৪।
এই জোগানে অর্থসাহায্য করেছে দ্য ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস (এফসিডিও)। তারা জানিয়েছে, কাল, রবিবার ভারতীয় সময় সকাল আটটায় দিল্লিতে নামবে ওই পণ্যবাহী বিমান। পৌঁছনোর পর সামগ্রীগুলিকে হাসপাতালে নিয়ে যেতে সাহায্য করবে ভারতীয় রেড ক্রস।
তিনটি অক্সিজেন জেনারেটর ইউনিটের প্রতিটি প্রতি মিনিটে ৫০০ লিটার অক্সিজেন উৎপাদন করে। যাতে ৫০ জন মানুষ একসঙ্গে অক্সিজেন পেতে পারবেন। ইংল্যান্ডের স্বাস্থ্য সচিব ম্যাট হ্যানকক বলেন, ‘ভারতের পরিস্থিতি হৃদয় বিদারক। আমরা তাঁদের পাশে আছি। কোভিড মোকাবিলায় ভারতের যত সাহায্য প্রয়োজন, আমাদের সাধ্যমতো তা দেব।’
আয়ারল্যান্ড থেকে পৃথিবীর বৃহত্তম বিমানে করে ভারতে আসছে অক্সিজেন
