Onlooker desk: টিচার এলিজিবিলিটি টেস্ট (টেট)-এ সফল হলে সেই শংসাপত্র ৭ বছরের পরিবর্তে জীবনভর বৈধ থাকবে বলে বলে সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। ২০১১ থেকে এই নিয়ম কার্যকর হবে বলে ঘোষণা করেছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল। তিনি বলেন, ‘যাঁরা শিক্ষকতাকে পেশা হিসাবে বেছে নিতে চান, এই সিদ্ধান্ত তাঁদের সহায়ক হবে।’ ইতিমধ্যে সাত বছরের নির্দিষ্ট সময়কালে যাঁদের টেট শংসাপত্রের মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছে, তাঁদের নতুন করে সার্টিফিকেট দিতে হবে সংশ্লিষ্ট রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলকে। স্কুলস্তরে শিক্ষকতার জন্য এই শংসাপত্র বাধ্যতামূলক।
২০১১-র ১১ ফেব্রুয়ারি ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন (এনসিটিই)-র নির্দেশিকায় টেট এর দায়িত্ব দেওয়া হয় রাজ্য সরকারগুলিকে। এবং সেই শংসাপত্র সাত বছর পর্যন্ত বৈধ থাকবে বলে স্থির হয়েছিল। নতুন ঘোষণায় সেই নিয়ম বদলানো হলো। উল্লেখ্য রাজ্যগুলির নির্দিষ্ট সংস্থার পাশাপাশি কেন্দ্রীয় টেট-এর আয়োজন করে সিবিএসই বা সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন।
টেট শংসাপত্র বৈধ জীবনভর, জানালেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী
