Onlooker desk: কাল, সোমবার কার্গিল (Kargil) দিবস। ১৯৯৯ সালে যে যোদ্ধারা কার্গিলের যুদ্ধে দেশকে গর্বিত করেছিলেন, তাঁদের প্রতি সম্মান জানানোর আহ্বান জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। রবিবার ‘মন কি বাত’ (Maan ki Baat)-এ এ কথা জানান তিনি। তাঁর কথায়, ‘যাঁরা দেশের হয়ে তেরঙা উড়িয়েছেন, তাঁদের প্রতি সম্মান জানানোটাই স্বাভাবিক। দেশভক্তির এই বোধ আমাদের একসূত্রে বাঁধে।’
এ দিকে, স্বাধীনতার ৭৫ বছর উপলক্ষে এ বার আজাদি কা অমৃত মহোৎসবের আয়োজন করা হয়েছে। ১২ মার্চ মহাত্মা গান্ধীর সবরমতী আশ্রমে তার সূচনা হয়। মোদী বলেন, ‘এ বার কার্গিল দিবস পালিত হবে অমৃত মহোৎসবের মধ্যে। তাই এ বারটা আরও স্পেশ্যাল। আমি চাইব, আপনারা কার্গিলের অসাধারণ সব কাহিনি পড়ুন। কার্গিলের হিরোদের শ্রদ্ধা জানান।’
সেই সঙ্গেই তাঁর বক্তব্য, ‘আজাদি কা অমৃত মহোৎসব কেবল সরকারের বিষয় নয়। ভারতের ১৩০ কোটি জনগণের আবেগ এর সঙ্গে জড়িত। প্রধানমন্ত্রীর সংযোজন, ‘এই উৎসবের মধ্যেই রাষ্ট্রগানের সিদ্ধান্ত হয়েছে। সে জন্য rashtragaan.in নামে একটি পোর্টাল চালু করা হয়েছে।’ এই পোর্টালে সবাইকে জাতীয় সঙ্গীত গাওয়ার ভিডিয়ো রেকর্ড পাঠানোর আহ্বান জানান মোদী। ৭৫ লক্ষের বেশি ভিডিয়োর লক্ষ্যমাত্রা নেওয়ারও ডাক দিয়েছেন তিনি।
মন কি বাত-এ (Maan ki Baat) প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা স্বাধীনতার ৭৫ তম বর্ষের সাক্ষী হতে চলেছি। এ জন্য মানুষ শত শত বছর অপেক্ষা করেছে। আমরা অত্যন্ত সৌভাগ্যবান।’ এই সূত্রেই সবরমতী আশ্রমে অমৃত মহোৎসবের সূচনার কথা বলেন নরেন্দ্র মোদী ((Narendra Modi))। তাঁর কথায়, ‘বাপুর ডাণ্ডি যাত্রাও এই দিনেই শুরু হয়। এই অনুষ্ঠানের সূচনাও তাই ওই দিনেই করা হয়েছে। জম্মু-কাশ্মীর থেকে পুদুচেরি, গুজরাট থেকে উত্তর-পূর্বাঞ্চলে নানা অনুষ্টানের আয়োজন করা হচ্ছে।’
এই মহোৎসবের মধ্যে সরকার ক্রমাগত নানা অনুষ্ঠানের আয়োজন করে চলেছে। যার মধ্যে যোগ দিয়েছে বেশ কিছু সামাজিক সংগঠনও। আগামী ১৫ অগস্ট জাতীয় সঙ্গীত নিয়ে একটি বিশেষ অনুষ্ঠানের পরিকল্পনা করা হয়েছে
এ দিন জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দেন মোদী। সে প্রসঙ্গে ভারতের স্বাধীনতা সংগ্রামীদের প্রসঙ্গ উল্লেখ করেন তিনি। দেশের উন্নয়নে সকলকে একজোট হয়ে কাজের আহ্বান জানান। তিনি বলেন, ‘আমাদের দেশের জন্যই বাঁচতে হবে। দেশের জন্য কাজ করতে হবে। এবং এই পথে ছোট ছোট উদ্যোগও অনেক বড় ফল দিতে পারে।’
Theonlooker24x7.com–র সব খবরের নিয়মিত আপডেট পেতে লাইক করুন ফেসবুক পেজ ও ফলো করুন টুইটার।