Onlooker desk: এয়ার ইন্ডিয়ার তথ্যভাণ্ডার থেকে ১০ বছরের যাত্রীদের তথ্য ফাঁস হয়ে গিয়েছে বলে জানাল ওই এয়ারলাইন্স। তার মধ্যে যাত্রীদের ক্রেডিট কার্ড, পাসপোর্টের তথ্য থেকে ফোন নম্বর — সব রয়েছে। এর জেরে প্রায় ৪৫ লক্ষ যাত্রী ঝুঁকির মুখে পড়লেন। প্রথম খবর পাওয়ার তিন মাস বাদে এ দিন তথ্য ফাঁসের ব্যাপ্তি জানিয়েছে তারা।
বিবৃতি জারি করে এয়ারলাইন্স জানিয়েছে — ২০১১-র ২৬ অগস্ট থেকে ২০২১-এর ৩ ফেব্রুয়ারি পর্যন্ত যাত্রীদের নাম, জন্মতারিখ, যোগাযোগের তথ্য, পাসপোর্টের তথ্য, টিকিটের নম্বর, ক্রেডিট কার্ডের তথ্য এবং স্টার অ্যালায়েন্স ও এয়ার ইন্ডিয়ার ফ্রিকোয়েন্ট ফ্লায়ার ডেটা (পাসওয়ার্ড নয়) ফাঁস হয়ে গিয়েছে। এর আওতায় পড়ছেন মোট ৪৫ লক্ষ যাত্রী। তবে তাদের ডেটা প্রসেসরে সিভিভি বা সিভিসি (ডেবিট বা ক্রেডিট কার্ডের পিছনে থাকা তিন সংখ্যার নম্বর) থাকে না। যে সার্ভারগুলি থেকে তথ্য ফাঁস হয়েছে, সেগুলিতে কোনও বেআইনি কাজকর্ম এখনও নজরে আসেনি বলে দাবি এয়ার ইন্ডিয়ার। অবাঞ্ছিত ঘটনা এড়াতে একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে এয়ারলাইন্সের তরফে। নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষজ্ঞদের সঙ্গে যোগাযোগের পাশাপাশি যারা ক্রেডিট কার্ড ইস্যু করে সেই সব ব্যাঙ্ক বা অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলির সঙ্গেও যোগাযোগ করা হয়েছে বলে জানায় এয়ার ইন্ডিয়া।
১০ বছরের ব্যক্তিগত তথ্য ফাঁস, ঝুঁকির মুখে এয়ার ইন্ডিয়ার ৪৫ লক্ষ যাত্রী
