Onlooker desk: মহারাষ্ট্র পুলিশের সি–৬০ কম্যান্ডোর এনকাউন্টারে অন্তত ১৩ জন মাওবাদীর মৃত্যুহলো গড়চিরোলির জঙ্গলে। শুক্রবার এ কথা জানিয়েছেন এক সিনিয়র পুলিশ অফিসার।
বৈঠকের জন্য কোটমির কাছে জঙ্গলে জড়ো হয়েছিল জনা পঞ্চাশ মাওবাদী। শুক্রবার সকাল সাঁড়েপাঁচটা নাগাদ সেখানেই এনকাউন্টার শুরু হয় বলে একটি সংবাদসংস্থাকে জানিয়েছেন ডিআইজি(গড়চিরোলি) সন্দীপ পাতিল। তিনি বলেন, ‘নির্দিষ্ট সূত্রের ভিত্তিতে পুলিশ বাহিনী জঙ্গলে তল্লাশি শুরুকরে।’ মাওবাদীরা পুলিশের সাড়া পেয়ে গুলি চালাতে শুরু করে। পাল্টা গুলি চালায় পুলিশও।ঘণ্টাখানেকের এনকাউন্টার শেষে অন্তত ১৩ জন মাওবাদী মারা যায়। বাকিরা আশপাশের জঙ্গলে গা–ঢাকা দেয় বলে জানান গড়চিরোলির পুলিশ সুপার অঙ্কিত গোয়েল। মৃতদের দেহ উদ্ধার করে আরওতল্লাশি চালানো হচ্ছে।
মাসদুয়েক আগে গড়চিরোলিতেই পাঁচ মাওবাদীর মৃত্যু হয় এনকাউন্টারে। কয়েক দিন আগে জেলাপুলিশ একটি রাইফেল বাজেয়াপ্ত করে। উদ্ধার হয় প্রেশার কুকার বোমাও। মাওবাদীরা নিরাপত্তা বাহিনীরউপরে হামলা চালানোর ছক কষছিল বলে প্রাথমিক ভাবে পুলিশের অনুমান।