Onlooker desk: গত প্রায় দু’মাসের মধ্যে একদিনে সবচেয়ে কম দৈনিক আক্রান্তের হদিস মিলল দেশে। শনিবার গত ২৪ ঘণ্টায় দেশে ১ লক্ষ ২০ হাজার করোনা সংক্রমণের খোঁজ পাওয়া গিয়েছে। ৫৮ দিনে সর্বনিম্ন। মারা গিয়েছেন ৩,৩৮০ জন। বর্তমানে দেশে সাড়ে ১৫ লক্ষের কিছু বেশি মানুষ করোনায় আক্রান্ত।
এ দিকে মহারাষ্ট্রের পরিস্থিতি আগের চেয়ে অনেক ভালো। সোমবার সেখানে পাঁচ ভাগে ভাগ করে আনলক শুরু হচ্ছে। তবে চিন্তা বাড়াচ্ছে কর্নাটক, কেরালা, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, উত্তর প্রদেশ। কর্নাটকে আগামী ১৪ জুন পর্যন্ত লকডাউন বাড়ানো হচ্ছে। সেখানে এখনও ২ লক্ষ ৮০ হাজার মানুষ করোনায় আক্রান্ত। কেরালায় শুক্রবার ২৪ ঘণ্টায় ১৬ হাজার ২২৯ জনের শরীরে সংক্রমণ মিলেছে। মারা গিয়েছে ১৩৫ জন। তামিলনাড়ুতে সংক্রামিত আরও বেশি, একদিনে ২২ হাজার ৬৫১।
তবে পশ্চিমবঙ্গের অবশ্য অনেকটাই ভালো। সেখানে শুক্রবার নতুন করে ৭ হাজার ৯১৩ জনের শরীরে সংক্রমণের হদিস মিলেছে। মারা গিয়েছেন ১১৩ জন। ধীরে ধীরে করোনা শয্যা খালি হচ্ছে রাজ্যে। পরিস্থিতির উন্নতিতে আশার আলো দেখছেন চিকিৎসকরা। তবে সাবধানতা কোনও ভাবেই বর্জন করা চলবে না। তা হলে ফের সঙ্কটজনক অবস্থা তৈরি হতে যে সময় লাগবে না, তা-ও জানাচ্ছেন তাঁরা।
শুক্রবার টিকা নিয়ে একটি আর্চুয়াল বৈঠকে অংশ নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে তিনি জানান, এখনও বিভিন্ন জায়গায় টিকার অপচয় হচ্ছে। তা নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ব্যবস্থা নিয়ে বলেন প্রধানমন্ত্রী। এরই মধ্যে নীতি আয়োগের সদস্য ভি কে পল জানিয়েছেন, ভ্যাকসিনের প্রথম ডোজ দেওয়ার নিরিখে আমেরিকাকে টপকে গিয়েছে ভারত। বর্তমানে দেশের ৩৭৭টি রাজ্যে পজিটিভিটি রেট ৫ শতাংশের কম বলে স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে।
দৈনিক সংক্রমণ কমে দাঁড়াল ১ লক্ষ ২০ হাজারে, দু’মাসে সর্বনিম্ন
