Onlooker desk: সর্বানন্দ সোনোয়ালের পর আসামের পঞ্চদশ মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব নেবেন হিমন্ত বিশ্বশর্মা। গুয়াহাটিতে রবিবার এক বৈঠকে হিমন্তের নাম প্রস্তাব করেন সর্বানন্দ। বিধায়কেরাও তাতে সমর্থন জানান। পরে রাজ্যপাল জগদীশ মুখীর সঙ্গে দেখা করেন হিমন্ত। আজ, সোমবার তাঁর শপথ গ্রহণ। রবিবারই ইস্তফা দেন সর্বানন্দ।
সম্প্রতি দ্বিতীয় বারের জন্য আসামে জয়ী হয়েছে বিজেপি। আগের বার সর্বানন্দকে মুখ্যমন্ত্রীর মুখ করেই ভোটর লড়াইয়ে গিয়েছিল তারা। তবে এ বার নির্বাচনের ফলের পরে মুখ্যমন্ত্রী নিয়ে সিদ্ধান্ত হবে বলে জানিয়েছিল আগেই। সেই মতো নির্বাচনের ফল বেরোনোর পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অনুমতি ক্রমেই হিমন্তকে বেছে নেওয়া হলো।
পরে টুইটে হিমন্ত লেখেন — প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আপনার আস্থাভাজন হতে পেরে নিজেকে কী ভীষণ আশীর্বাদধন্য মনে হচ্ছে। আজ আমার জীবনের সবচেয়ে বড় দিন। আপনার অকুণ্ঠ স্নেহ আমাকে ভরিয়ে রেখেছে। আপনার স্বপ্ন পূরণ করতে আসাম এবং উত্তর-পূর্বকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার চেষ্টায় আমরা ত্রুটি রাখব না।
ছ’বছর আগে কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেন হিমন্ত। উত্তর পূর্ব ভারতের প্রথম রাজ্য হিসাবে আসামে বিজেপির জয়লাভের অন্যতম কারিগর বলে মনে করা হয় তাঁকে। সর্বানন্দের মন্ত্রিসভায় স্বাস্থ্যমন্ত্রী ছিলেন তিনি।
আসামে বিজেপি সরকারের নতুন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা
