Onlooker desk: তাঁর দাবি, রোজ খালি পেটে পতঞ্জলির ৫০ মিলিলিটার গোমূত্র ঠান্ডা জলে মিশিয়ে খান এবং করোনাভাইরাস থেকে মুক্তি পান! রীতিমতো টিউটোরিয়াল ভিডিয়ো তৈরি করে কী ভাবে গোমূত্র পান করবেন, মানুষকে তা শিখিয়ে সম্প্রতি বেশ ভাইরাল হয়েছেন উত্তর প্রদেশের বইরিয়ার বিজেপি বিধায়ক সুরেন্দ্র সিং। জনপ্রতিনিধির দাবি, এ ভাবে নিয়মিত গোরুর মূত্র পান করলে নাকি প্রাকৃতিক ভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে উঠবে! তবে হ্যাঁ, গোমূত্র পানের পরে আধঘণ্টা কিছু খাওয়া যাবে না। নিজের দাবিকে প্রতিষ্ঠা দিতে নিজেরই উদাহরণ তুলে ধরেছেন গেরুয়া শিবিরের এই প্রতিনিধি। তাঁর বক্তব্য, ‘করোনার দ্বিতীয় ঢেউয়ে দিনে ১৮ ঘণ্টা মানুষের মাঝে কাটাচ্ছি। তবু সুস্থ ও নিরাপদ আছি। আমি নিঃসন্দেহ ভাবে এই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে গোমূত্র মারণ করোনাভাইরাস প্রতিহত করতে সাহায্য করে। বিজ্ঞানীরা যা-ই বলুন না কেন!’ মহামারীর মধ্যে বিজ্ঞান কার্যত কোনও কাজেই লাগছে না বলে তাঁর দাবি। তাই এই পরিস্থিতিতে পুরোনো দিনের টোটকা মেনে চলাই ঠিক বলে তাঁর দাবি। কেবল করোনা নয়। হৃদ্যন্ত্রের সমস্যাও সমাধান করবে গোমূত্র। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সেঁকে নেওয়া হলুদ গুঁড়োও খাওয়ার নিদান দিয়েছেন তিনি।
গোমূত্র খান, করোনা ভাগান — টিউটোরিয়াল ভিডিয়োয় ভাইরাল বিজেপি বিধায়ক

বিজেপি বিধায়ক