Onlooker desk: দেশজোড়া কোভিড সংক্রমণের জেরে চার ধাম যাত্রা স্থগিত করে দিল উত্তরাখণ্ড সরকার। এ কথা জানিয়ে মুখ্যমন্ত্রী তীরথ সিং রাওয়াত বলেন, ‘বর্তমান সংক্রমণের মুখে যাত্রার আয়োজন করা সম্ভব নয়। বদ্রিনাথ, কেদারনাথ, যমুনোত্রী ও গঙ্গোত্রীর পুরোহিতরা কেবল রীতি মেনে পুজো করবেন।’
বুধবার ২৪ ঘণ্টায় সর্বাধিক সংক্রমণ হয়েছে উত্তরাখণ্ডে। একদিনে ৬,০৫৪ করোনা কেসের হদিস মিলেছে। মারা গিয়েছেন ১০৮ জন।
সংক্রমণে লাগাম পরাতে তাঁরা কী ব্যবস্থা নিচ্ছেন, সে প্রসঙ্গে রাওয়াত বলেন, ‘আমরা যত বেশি সম্ভব টেস্ট করাচ্ছি। সকলের কাছে অনুরোধ, বাইরে বেরোলেই দয়া করে মাস্ক পরুন।’
মুখ্যমন্ত্রী জানান, হিমাচল প্রদেশ, হরিয়ানা এবং উত্তর প্রদেশের মাঝে অবস্থিত উত্তরাখণ্ডে বহু জটিল রোগী চিকিৎসার জন্য যান। কিন্তু অনেককেই বাঁচানো যায় না। আবার অসুখ ছড়িয়েও পড়ে। তাঁর মতে, এই পরিস্থিতিতে সংক্রমণ ছড়িয়ে পড়া থেকে বাঁচার একমাত্র উপায় হলো টেস্ট বাড়ানো।
বৃহস্পতিবার গত একদিনে দেশে ৩ লক্ষ ৭৯ হাজার মানুষ সংক্রামিত হয়েছেন। মারা গিয়েছেন ৩৬৪৫ জন।