Onlooker desk: ডিউটিতে থাকাকালীন সোশ্যাল মিডিয়ার নেশায় বুঁদ থাকেন একদল উর্দিধারী। বিষয়টি জানাজানি হতেই মঙ্গলবার নির্দেশ জারি করে বিহার পুলিশের তরফে জানানো হয়েছে, কর্তব্যরত অবস্থায় কোনও পুলিশকর্মী মোবাইলে ফেসবুক, টুইটার ইত্যাদি সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে পারবেন না। বিশেষ প্রয়োজন ছাড়া মোবাইল ব্যবহারেও লাগাম পরাতে বলা হয়েছে। ডিউটিতে সোশ্যাল মিডিয়া নিয়ে ঘাঁটাঘাঁটি করলে কাজে তো প্রভাব পড়েই, পাশাপাশি ক্ষুণ্ণ হয় পুলিশের ভাবমূর্তি।
এই পরিস্থিতিতেই সুপারদের পাশাপাশি পুলিশের কর্তাদের কাছে চিঠি পাঠিয়েছে হোডকোয়ার্টার। সেখানে বলা হয়েছে, ভিআইপিদের নিরাপত্তার দায়িত্ব, আইনশৃঙ্খলা বা ট্র্যাফিকের ডিউটিতে থাকা পুলিশকর্মীদের সব সময় সজাগ ও সতর্ক থাকতে হবে। কিন্তু সেই সময়ে পুলিশকর্মীরা যদি সোশ্যাল মিডিয়া নিয়ে ব্যস্ত হয়ে পড়েন, তা হলে চলবে কেমন করে? মনঃসংযোগ বিঘ্নিত হয়ে সে ক্ষেত্রে প্রভাব পড়বে কাজের মানে। চিঠিতে স্পষ্টই লেখা হয়েছে — কিছু ক্ষেত্রে পুলিশকর্মীদের অকারণে মোবাইল ফোনে সোশ্যাল মিডিয়ায় ব্যস্ত থাকতে দেখা গিয়েছে। তাই বিশেষ প্রয়োজন বাদে মোবাইল ব্যবহারেও রাশ টানতে বলেছে হেড কোয়ার্টার। নির্বিচার মোবাইল এবং সোশ্যাল মিডিয়া ব্যবহারে রাশ টানার এই নির্দেশের কথা মেনে নিয়েছেন এডিজিপি, হেড কোয়ার্টার জিতেন্দ্র কুমার।
ডিউটিতে ফেসবুক-টুইটার নয়, নির্দেশ জারি বিহার পুলিশের হেড কোয়ার্টারের
