Onlooker desk: দিনকয়েক আগে তা শুরু হয়েছে পাটনা এইমস-এ। এ বার সেই পথে এইমস, দিল্লি। কাল, সোমবার ভারতে তৈরি কোভ্যাক্সিন টিকা শিশুদের উপরে প্রয়োগের আগে বাছাই পর্ব শুরু হবে সেখানে। ২ থেকে ১৮ বছর বয়সিদের উপরে কোভ্যাক্সিনের ফেজ ২ ও ফেজ ৩ ট্রায়ালে সবুজ সঙ্কেত দেওয়া হয়েছে সম্প্রতি। সেই সূত্রেই পাটনা এইমসে ওই বয়সের ছেলেমেয়েদের টিকাকরণের ট্রায়াল শুরু করেছে কোভ্যাক্সিন প্রস্তুতকারী সংস্থা ভারত বায়োটেক।
করোনার দ্বিতীয় ঢেউ ধীরে ধীরে কমতে শুরু করলেও মাসকয়েকের মধ্যে তৃতীয় ঢেউ আছড়ে পড়ার পূর্বাভাস দিয়ে রেখেছেন বিশেষজ্ঞরা। সেই ঢেউয়ে আবার শিশুদের আক্রান্ত হওয়ার আশঙ্কা বেশি। তাই এ বার শিশুদের টিকাকরণে জোর দেওয়া হচ্ছে। এই পরিস্থিতিতেই শুরু হয়েছে ট্রায়াল ও স্ক্রিনিং।
ভ্যাকসিন পেতে পারে শিশুরাও, স্ক্রিনিং শুরু এইমসে
