Onlooker desk: দেশে দেড় কোটিরও বেশি কর্মসংস্থানে কোপ পড়ল মে মাসে। গত ৩০ মে শেষ হওয়া সপ্তাহে শহরাঞ্চলে কর্মহীনতা ১৮ শতাংশে পৌঁছেছে। সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকনমি-র (সিএমআইই) তথ্য থেকে এ কথা জানা গিয়েছে। সিএমআইই-র এমডি এবং সিইও মহেশ ব্যাস বলেন, ‘এ বছর এপ্রিলে ৩৯ কোটি থেকে মে মাসে এমপ্লয়মেন্ট দাঁড়িয়েছে ৩৭ কোটি ৫৫ লক্ষে। অর্থাৎ একমাসে দেড় কোটি চাকরি খোয়া গিয়েছে। শতাংশের বিচারে ৩.৯ শতাংশ।’
বস্তুত, মে পর্যন্ত গত চার মাসেই কমেছে কর্মসংস্থান। এ বছর জানুয়ারিতে ৪০ কোটি চাকরি থেকে মে-তে তা সাড়ে ৩৭ কোটিতে পৌঁছেছে। তার মধ্যে এপ্রিল ও মে মাসে এই হ্রাস অস্বাভাবিক মাত্রায় হয়েছে বলে মহেশ জানান। তাঁর কথায়, ‘জানুয়ারি থেকে যে আড়াই কোটি চাকরি খোয়া গিয়েছে, তার মধ্যে ২ কোটি ২০ লক্ষই এই দু’মাসে। এই সময়েই দ্বিতীয় ঢেউ শিখরে পৌঁছেছিল। দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন মাত্রার কড়াকড়ি, লকডাউন জারি করা হয়েছে। যার জেরে অর্থনৈতিক কাজকর্ম উল্লেখযোগ্য হারে কমেছে এবং সে প্রভাব কর্মক্ষেত্রে পড়তে বাধ্য।’
এর জেরে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দিনমজুররা। তবে গ্রামাঞ্চলে বেকারত্বের হার মে-র তৃতীয় সপ্তাহের তুলনায় চতুর্থ সপ্তাহে তুলনামূলক ভাবে কম। তৃতীয় সপ্তাহে যা ছিল ১৩.৫ শতাংশ, চতুর্থ সপ্তাহে তা-ই কমে দাঁড়িয়েছে ৯.৬ শতাংশে।
শুধু মে-তেই দেশে কর্মসংস্থান কমলো দেড় কোটি
