কলকাতা: আপাতত চাঁদনি রাতে পোচ-মামলেট বা হাম্পি মুলতুবি রাখাই কল্যাণ। অন্তত আমাদের সকলের অতি পরিচিত ‘টুম্পা’র সঙ্গে।
‘রেস্ট ইন লাভ’-এর বিখ্যাত সেই টুম্পাসোনা, বাস্তবের সুমনা দাস কোভিডে আক্রান্ত। রবিবারই তাঁর করোনা রিপোর্ট পজিটিভ আসে। যদিও বাড়িতে বয়স্ক মা-বাবা আছেন বলে তাঁদের স্বাস্থ্যের কথা ভেবে আগে থেকেই আইসোলেশনে আছেন বলে একটি বিখ্যাত সংবাদমাধ্যমের দাবি।
করোনার কেয়ার না করেই বাংলাদেশের ছবি ‘অগ্নিবীণা’-র শেষ পর্বের শুটিং চলছিল কলকাতায়। শামিম আহমেদ রনির পরিচালনায় ওই ছবির কাজের ফাঁকেই অসুস্থ হয়ে পড়েন সুমনা। গা-হাত-পা-কোমরের ব্যথা, স্বাদ-গন্ধহীনতা থেকে পেট খারাপ, তাঁর শরীরে নানা উপসর্গ দেখা দিয়েছে বলে ওই সংবাদমাধ্যমটিতে প্রকাশ।
আপাতত চিকিৎসকদের পরামর্শ মেনে চলছেন। নানা ভাবে মন ভালো রাখার চেষ্টা করছেন।