Onlooker desk: মহামারীর প্রকোপে বিধ্বস্ত গোটা দেশ। এই পরিস্থিতিতে গত বুধবার মাকে হারিয়েছেন গায়ক অরিজিৎ সিং। সেই শোকের আবহের মধ্যে জিয়াগঞ্জের ‘ধৃতি ফাউন্ডেশনের’ মাধ্যমে মুর্শিদাবাদ জেলা স্বাস্থ্য দপ্তরকে পাঁচটি হাই ফ্লো নেজাল অক্সিজেন ক্যানুলা দান করলেন জেলারই ভূমিপুত্র এই গায়ক। আগামী দিনে করোনা চিকিৎসায় আরও সরঞ্জাম দেওয়া হবে বলে সংগঠনের তরফে জানানো হয়েছে।
অরিজিতের মা অদিতি সিংও করোনা আক্রান্ত হয়েছিলেন। তবে করোনা থেকে সম্পূর্ণ সেরে ওঠেন। কিন্তু শেষ রক্ষা হয়নি। অন্যান্য শারীরিক সমস্যায় বুধবার কলকাতার একটি বেসরকারি হাসপাতালে মারা যান তিনি। তবে হাজারো ব্যস্ততা এবং মাকে হারানোর শোকের মধ্যেও জেলার মানুষদের জন্য ভাবনায় ছেদ নেই। বিশেষ করে মা করোনা আক্রান্ত হওয়ার পর অরিজিৎ জানতে পারেন পরিকাঠামোগত দিক থেকে বেশ কিছু খামতি রয়েছে। আর মাকে হারানোর পরেই সেই খামতি কিছুটা মেটাতে এই উদ্যোগ নিলেন গায়ক। জানা গিয়েছে, করোনা চিকিৎসার জন্য অত্যাধুনিক এই মেশিনগুলি অত্যন্ত কার্যকরী। কিন্তু জেলা স্বাস্থ্য দপ্তরের হাতে প্রয়োজনের তুলনায় এই মেশিনের সংখ্যা অত্যন্ত কম। ফলে ‘ধৃতি ফাউন্ডেশনের’ দেওয়া এই মেশিনগুলি খুবই কাজে লাগবে বলে জানিয়েছেন জেলার স্বাস্থ্যকর্তারা। মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজের অধীনে থাকা সরকারি হাসপাতালে করোনা চিকিৎসায় ব্যবহার হবে মেশিনগুলি।
মাতৃবিয়োগের পর করোনা আক্রান্তদের সেবায় অরিজিৎ সিং, দিলেন পাঁচটি অক্সিজেন মেশিন
