Onlooker: করোনার দ্বিতীয় ঢেউয়ে টালমাটাল গোটা দেশ। দিল্লি-সহ বেশ কয়েকটি রাজ্যের মতো ক্রমশ আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ছে মহারাষ্ট্রেও। এমন কঠিন সময়ে করোনা যোদ্ধাদের পাশে দাঁড়ালেন সলমন খান। গত বছর লকডাউনের সময় পরিযায়ী শ্রমিকদের খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছিল সলমনের স্বেচ্ছাসেবী সংস্থা ‘বিইং হিউম্যান’। এমনকী ফিল্ম ইন্ডাস্ট্রিতে যুক্ত অর্থকষ্টে ভোগা অনেক টেকনিশিয়ানকেও টাকা দিয়ে সাহায্য করেছিলেন। আর এ বার সলমনের বান্দ্রার রেস্তরাঁ ‘ভাইজান কিচেন’ থেকে খাবার সরবরাহ করা হচ্ছে কোভিড যোদ্ধাদের। শিবসেনার যুব সংগঠনের সঙ্গে মিলিত ভাবে এই কাজ শুরু হয়েছে। খাবারের গুণগত মান পরীক্ষাও করে দেখেন সলমন। আপাতত পাঁচ হাজার চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, পুরকর্মী-সহ কোভিড যোদ্ধার কাছে পৌঁছচ্ছে এই খাবার। আগামী দিনে সংখ্যাটা বেড়ে ১০ হাজার হবে বলে জানিয়েছেন শিবসেনার সদস্য রাহুল কনল। সলমনের মা সলমা খানও বাংলোর নিরাপত্তারক্ষীদের নিজের হাতে রান্না করা খাবার খাবার খাইয়েছেন বলে জানিয়েছেন রাহুল।
যত দিন মুম্বইয়ে লকডাউন চলবে তত দিন বাইকুল্লা থেকে জুহু এবং বান্দ্রা (পূর্ব) থেকে বিকেসি অঞ্চলে খাবার পৌঁছে দেওয়া হবে বলে জানানো হয়েছে। ভাইজানের এমন উদ্যোগে আপ্লুত সলমন ফ্যানরা। বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়াতেও প্রশংসার বন্যা বয়ে গিয়েছে। রাহুল অবশ্য এক বিবৃতিতে জানিয়েছেন, মহামারী ঠেকাতে সামনে থেকে লড়াই করে যাচ্ছেন করোনা যোদ্ধারা। তাঁদের চরম শ্রদ্ধা করেন ভাইজান। আর সেই শ্রদ্ধা থেকেই এই উদ্যোগ।