কলকাতা: মারা গেলেন গায়ক অরিজিৎ সিংহের মা অদিতি সিংহ। বয়স হয়েছিল ৫২। করোনায়আক্রান্ত হয়ে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। করোনামুক্তও হন।তারপরেও বিপর্যয় এড়ানো গেল না। বুধবার রাতে মারা যান তিনি। হাসপাতালের একটি সূত্রের দাবি, সেরিব্রাল স্ট্রোকে মৃত্যু হয়েছে অদিতির।
এ মাসের গোড়ায় অসুস্থ হয়ে পড়েন অদিতি। তারপরে ভর্তি করা হয় হাসপাতালে। মাঝে রক্তেরপ্রয়োজন হয় তাঁর। অদিতির ব্লাড গ্রুপ ছিল এ নেগেটিভ। কিন্তু রক্ত জোগাড় করা কঠিন হয়ে পড়ে। একস্বেচ্ছাসেবীর মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় খবরটি ছড়িয়ে পড়ে। ‘ব্লাডমেটস’-এর মাধ্যমে জোগাড় হয়রক্ত। অরিজিৎ সে জন্য সকলকে ধন্যবাদও জানান।
গায়ক অবশ্য সেই সময়ে কলকাতায় ছিলেন না। পরে সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন — যাঁরা আমাকেসাহায্য করেছেন, তাঁদের প্রতি আমি কৃতজ্ঞ। সব মানুষই সমান গুরুত্বপূর্ণ। শেষ পর্যন্ত গত ১৭ তারিখকরোনামুক্ত হয়েছিলেন অদিতি। কিন্তু স্থায়ী হলো না স্বস্তি। অসুস্থতা বাড়ায় ‘একমো’ সাপোর্টে রাখতেহয়েছিল তাঁকে। আজ, বৃহস্পতিবার ভোরে পরিবারের হাতে তুলে দেওয়া হয় তাঁর দেহ।