Onlooker desk: করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন কবি শঙ্খ ঘোষের স্ত্রী প্রতিমা ঘোষও। আট দিন আগে কোভিড কেড়ে নিয়েছিল শঙ্খ ঘোষকে। সপ্তাহ ঘুরে প্রয়াত হলেন প্রতিমা। সংক্রামিত হওয়ার পর হোম কোয়ারান্টিনে ছিলেন তিনি। বয়স হয়েছিল ৮৯ বছর।
বেশ কিছুদিন আগেই করোনা আক্রান্ত হন কবি। গত ১৪ এপ্রিল তাঁর করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। তারপর থেকে হোম কোয়ারান্টিনে ছিলেন তিনি। শেষমেশ গত ২১ এপ্রিল প্রয়াত হন শঙ্খ ঘোষ। ১৪ এপ্রিল একই সঙ্গে প্রতিমার করোনা রিপোর্টও পজিটিভ আসে। তার পরে প্রতিমার শারীরিক অবস্থার আরও অবনতি হতে থাকে বলে পরিবার সূত্রে সংবাদমাধ্যমে জানানো হয়েছে। বৃহস্পতিবার ভোরে মারা যান প্রতিমা। পর পর দু’জনের মৃত্যুতে শোকের ছায়া সাহিত্য মহলে।