Onlooker desk: করোনায় আক্রান্ত হয়ে সেরে ওঠার তিন মাস পরে টিকা নেওয়া যাবে বলে বুধবার জানাল কেন্দ্রীয় সরকার। ভ্যাকসিনের প্রথম ডোজ নেওয়ার পরে কারও সংক্রমণ হলে তিনিও সেরে ওঠার তিন মাস পরে টিকা নেবেন বলে জানিয়েছে কেন্দ্র। এ ধরনের ক্ষেত্রে কী করণীয়, সে ব্যাপারে এতদিন কোনও নির্দিষ্ট ব্যবধানের কথা বলা ছিল না। রোগীর শারীরিক অবস্থা বিচার করে সংশ্লিষ্ট ডাক্তারবাবুরা ব্যবধান বেঁধে দিচ্ছিলেন। কিছুদিন আগে এইমসের প্রধান, চিকিৎসক রণদীপ গুলেরিয়া এবং কেন্দ্রের কোভিড টাস্ক ফোর্সের এক সদস্য একটি সাংবাদিক বৈঠকে জানিয়েছিলেন, এ ক্ষেত্রে চার সপ্তাহের ব্যবধান রাখা দরকার। তবে বুধবার কেন্দ্র যে নির্দেশ দিয়েছে, তা নীতি আয়োগের সদস্য, চিকিৎসক ভি কে পলের নেতৃত্বাধীন টিকা প্রয়োগ সংক্রান্ত জাতীয় বিশেষজ্ঞ দলের সুপারিশ অনুযায়ী। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক তিন সপ্তাহের ব্যবধানে সিলমোহর দেওয়ার পরে জারি হয়েছে নির্দেশিকা। যে মায়েদের সন্তানরা দুধ পান করে, তাঁদের জন্যও টিকাকরণের নিয়ম জানিয়েছে কেন্দ্র। প্রসঙ্গত, দিনকয়েক আগেই কোভিশিল্ড টিকার দু’টি ডোজের মধ্যে ব্যবধান ৬-৮ সপ্তাহ থেকে বাড়িয়ে ১২-১৬ সপ্তাহ করেছে কেন্দ্র। এতে টিকার কার্যকারিতা বাড়ে বলে তাদের দাবি। তবে কোভ্যাক্সিনে দুই ডোজের ব্যবধান বাড়ানো হয়নি। যদিও ব্যবধান বাড়ানোর এই সিদ্ধান্ত বিভিন্ন ক্ষেত্রের সমালোচনার মুখে পড়ে। টিকার ঘাটতির জন্যই কেন্দ্র এ ভাবে বারবার নীতি পাল্টাচ্ছে বলে সরব হয় বিরোধীরা। জানুয়ারিতে টিকাকরণ শুরুর পরে এ পর্যন্ত মোট ১৮.৫৭ কোটি ডোজ দেওয়া হয়েছে।
আক্রান্ত হলে সেরে ওঠার তিন মাস পরে টিকা, জানাল কেন্দ্র
