Onlooker desk: কোভিড হাসপাতালে ভর্তির ক্ষেত্রে করোনা পরীক্ষার পজিটিভ রিপোর্ট আরবাধ্যতামূলক থাকছে না। রোগী ভর্তি নিয়ে নতুন নির্দেশিকা জারি করে এ কথা জানিয়েছে কেন্দ্র। স্বাস্থ্যমন্ত্রকের নির্দেশিকা অনুযায়ী – কোভিড হাসপাতালে ভর্তির জন্য
করোনা পরীক্ষার পজিটিভ রিপোর্ট বাধ্যতামূলক নয়। কোনও রোগীর কোভিড হয়েছে বলে সন্দেহ হলেইতাঁকে হাসপাতালে ভর্তি করে নিতে হবে। গুরুত্ব অনুযায়ী যথাযথ ওয়ার্ডে ভর্তি করতে হবে তাঁদের।কোনও রোগীকে কোনও কারণেই পরিষেবা থেকে বঞ্চিত করা যাবে না। এই পরিষেবা বলতে অক্সিজেনথেকে জরুরি ওষুধ, সবই বোঝানো জয়েছে। এমনকী, ভিন শহর থেকে কোনও রোগী এলে তাঁকেওপরিষেবা থেকে বঞ্চিত রাখা যাবে না বলে স্পষ্ট জানানো হয়েছে। হাসপাতালের শয্যা যাতে অযথা ভরেনা থাকে, সে জন্য যে রোগীদের প্রয়োজন, তাঁদেরই ভর্তি রাখার কথা বলা হয়েছে।
একে তো দেশ জুড়ে করোনার দাপাদাপি চরমে পৌঁছেছে। তার উপরে অনেক ক্ষেত্রে আরটিপিসিআরেরোগ ধরা পড়ছে না। প্রয়োজন হচ্ছে সিটি স্ক্যানের। সে কথা মাথায় রেখেই মন্ত্রকের নতুন নির্দেশিকাবলে মনে করা হচ্ছে।