Onlooker desk: প্রথম ও দ্বিতীয় ডোজ একই টিকার না হলেমারাত্মক কোনও প্রভাব পড়বে না বলে জানাল কেন্দ্রীয় সরকার। বুধবারই উত্তর প্রদেশের একটি গ্রামে ২০ জন বাসিন্দাকে প্রথম ও দ্বিতীয় ডোজে ভিন্ন টিকা দেওয়ার ঘটনা সামনে আসে। তা নিয়ে চরম বিতর্ক দেখা দেয়।
উত্তর প্রদেশের সিদ্ধার্থনগরের ওই গ্রামের বাসিন্দাদের প্রথম ডোজ কোভিশিল্ড ও দ্বিতীয় ডোজে কোভ্যাক্সিন দেওয়া হয়। সংশ্লিষ্ট ব্যক্তিদের নজর এড়িয়ে যাওয়ার ফলেই এমনটা হয়েছে বলে দাবি করেছিলেন জেলার চিফ মেডিক্যাল অফিসার সন্দীপ চৌধুরি।
সপ্তাহদুয়েক আগে ল্যানসেটে প্রকাশিত একটি গবেষণাপত্রে দেখা গিয়েছে, টিকার মিশ্রণ হলে তার পার্শ্বপ্রতিক্রিয়া কম হয়। কিন্তু সেটা কোভিডের বিরুদ্ধে কতখানি কার্যকর, তা বলার মতো পরিস্থিতি এখনওআসেনি। তবে আন্তর্জাতিক স্তরে কোনও কোনও গবেষণায় একে বেশি কার্যকর বলে দাবি করা হয়েছে।
যদিও উত্তর প্রদেশের ঘটনাটি কোনও সমীক্ষার অংশ নয়। নেহাতই গাফিলতির জেরে এমনটা হয়েছে এবং তার পরে স্বাস্থ্য দপ্তরের তরফে কেউ খোঁজও করেনি বলে গ্রামবাসীরা জানাচ্ছেন।
ভ্যাকসিনের মিশ্রণে মারাত্মক প্রভাব হয় না, জানাল কেন্দ্র
