Onlooker desk: গত অক্টোবরে ভারতে করোনার যে বি.১.৬১৭ ভ্যারিয়ান্ট পাইওয়া গিয়েছে এবং যা এখন হু হু করে ছড়িয়ে পড়ে দেশের পরিস্থিতি চরম বিপজ্জনক করে তুলেছে, তাকে বিশ্বজুড়ে ‘অতি সংক্রামক’ বলে চিহ্নিত করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। করোনার প্রথম ধরনটির তুলনায় এই ভ্যারিয়ান্ট অনেক দ্রুত ছড়াচ্ছে। এমনকী অনেকাংশে ভ্যাকসিন প্রতিরোধীও।
লাগাতার দৈনিক চার লক্ষাধিক সংক্রমণে বেসামাল অবস্থা ভারতের। গড়ে মৃত্যু হচ্ছে সাড়ে ৩ হাজারেরও বেশি মানুষের। ভেঙে পড়েছে স্বাস্থ্য পরিকাঠামো।
পশ্চিমবঙ্গেও পরিস্থিতি অত্যন্ত উদ্বেগের। সোমবার সন্ধ্যা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় রাজ্যের প্রায় সাড়ে ১৯ হাজার মানুষ আক্রান্ত হয়েছেন। এর জেরে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ১০ লক্ষের গণ্ডি পেরিয়েছে। বেড়েছে মৃত্যুও। একদিনে করোনার বলি হয়েছেন ১৩৪ জন। তবে আশার আলো দেখাচ্ছে ঊর্ধ্বমুখী সুস্থতার হার। এ দিন করোনাকে হারিয়ে ঘরে ফিরেছেন ১৮,৬৭৫ জন। সোমবার রাজ্যে এসেছে ৭ লক্ষ ৪৫ হাজার ডোজ ভ্যাকসিন। তার মধ্যে ৩ লক্ষ ৯৫ হাজার পাঠিয়েছে কেন্দ্র। বাকিটা রাজ্য কিনেছে।
ভারতীয় ভ্যারিয়ান্ট ‘অতি সংক্রমক’: বিশ্ব স্বাস্থ্য সংস্থা, করোনায় উদ্বেগ রাজ্যেও
