Onlooker desk: হায়দরাবাদের নেহেরু জুলজিকাল পার্কের ৮টি এশিয়াটিক লায়ন করোনায় আক্রান্ত। তাদের মধ্যে চারটি পুরুষ, চারটি মহিলা। ভারতে সম্ভবত এই প্রথম বিড়াল প্রজাতির কোনও পশু করোনায় আক্রান্ত হলো। পার্কটি করোনার কারণে আপাতত বন্ধ।
‘দ্য হিন্দু’ সংবাদপত্রে প্রকাশিত খবর অনুযায়ী, দ্য সেন্টার ফর সেলুলার এন্ড মলিকুলার বায়োলজি বন দপ্তরকে ফোনে জানিয়েছে যে ওই সিংহগুলির রিপোর্ট পজিটিভ। নমুনার জিনোম সিকোয়েনসিং করে বিস্তারিত তদন্তে দেখা হবে, এই সংক্রমণ মানুষের থেকেই হয়েছে কি না।
চিড়িয়াখানা কর্তৃপক্ষকে সতর্ক করে বিজ্ঞানীরা সতর্কতা অবলম্বনের পাশাপাশি দ্রুত চিকিৎসা শুরু করতে বলেছেন। সিংহগুলির সিটি স্ক্যান করে দেখা হবে তাদের ফুসফুসে কতখানি প্রভাব পড়েছে।
তবে ওই পার্কের তরফে কেউ এ নিয়ে মুখ খোলেননি। ‘দ্য হিন্দু’ অনুযায়ী, এক আধিকারিক নাম না-প্রকাশের শর্তে বলেন, ‘সামান্য উপসর্গ দেখা দেওয়ায় সিংহগুলির টেস্ট করা হয়। এখন তারা ভালোই আছে।’ তিনি জানান, গত ২৪ এপ্রিল ওই সিংহগুলির শুকনো কাশি, নাক দিয়ে জল পড়া, খিদে না-থাকা ইত্যাদি উপসর্গ দেখা দেয়। চিকিৎসকরা তাদের সোয়াব সংগ্রহ করে টেস্টে পাঠান।
হায়দরাবাদের চিড়িয়াখানায় করোনা সংক্রামিত আট সিংহ

এ বার করোনায় আক্রান্ত সিংহরা — প্রতীকী চিত্র