Onlooker desk: ভালোমতো স্বস্তি দিয়ে শুক্রবার দেশে একদিনে করোনা সংক্রমণ কমে দাঁড়াল ১ লক্ষ ৮৬ হাজারে। ৪৪ দিনের মধ্যে যা সর্বনিম্ন। স্বস্তি করোনামুক্তির সংখ্যাতেও। ২৪ ঘণ্টায় রোগমুক্ত হয়েছেন ২ লক্ষ ৫৯ হাজার মানুষ। মারা গিয়েছেন ৩,৬৬০ জন। এ নিয়ে দুই ঢেউ মিলিয়ে করোনায় মারা গেলেন ৩ লক্ষ ১৮ হাজার ৮৯৫ জন।
দেশের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত রাজ্য মহারাষ্ট্রে একদিনে সংক্রামিত হয়েছেন ২১ হাজার ২৭৩ জন। মৃত ৮৮৪। মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে জানিয়েছেন, ১ জুনের পরও সেখানে কড়াকড়ি বজায় থাকবে। তবে দোকানপাতি খোলার ক্ষেত্রে কিছু ছাড় দেওয়া হতে পারে। পরে দফায় দফায় সব খোলা হবে। উত্তর প্রদেশ, তামিলনাড়ু, কর্নাটক, কেরালার অবস্থা এখনওবেশ উদ্বেগজনক। তবে দিল্লির চিত্র ভালোমতে স্বস্তি দিচ্ছে। গত ২৪ ঘণ্টায় সেখানে ১০৭২টি নতুন করোনা সংক্রমণের হদিস মিলেছে। সেখানে আবার চিন্তা বাড়াচ্ছে ব্ল্যাক ফাঙ্গাস।
পাহাড়ি রাজ্য সিকিমে একদিনে ৪০৮ জনের শরীরে সংক্রমণ পাওয়া গিয়েছে। এ পর্যন্ত সিকিমে ২৪০ জন মারা গিয়েছেন। তার মধ্যে ১০৩টি মৃত্যু হয়েছে ২২ এপ্রিল থেকে। বৃহস্পতিবার একদিনে মারতামের নাইংমা ইনস্টিটিউটে একসঙ্গে ১২২ জন ছাত্রছাত্রীর করোনা ধরা পড়েছে।
৪৪ দিনে দেশে সর্বনিম্ন সংক্রমণ আজ, বাড়ছে রোগমুক্তিও
