বর্ধমান: বেপরোয়া গতি ফের প্রাণ কাড়ল জাতীয় সড়কে। দু’টি লরির সংঘর্ষে মৃত্যু হলো দু’জনের। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে দু’নম্বর জাতীয় সড়কে পূর্ব বর্ধমানের জামালপুর থানার জৌগ্রামের পদ্মপুকুর সংলগ্ন এলাকায়। মৃতদের নাম লালচাঁদ সিং (৩৩) ও প্রতাপ সরকার (৩০)। দু’জনেই মালদার সিংকুম্ভবিহারী এলাকার বাসিন্দা। দুর্ঘটনার জেরে এ দিন জাতীয় সড়কে যানজট তৈরি হয়। পুলিশের তৎপরতায় স্বাভাবিক হয় যান চলাচল। জামালপুর থানার পুলিশ দু’টি লরিকে আটক করে দুর্ঘটনার তদন্ত শুরু করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, এ দিন সকালে জাতীয় সড়ক ধরে বালিবোঝাই একটি লরি কলকাতার দিকে যাচ্ছিল। সেটির পিছনে ধাক্কা মারে সিমেন্ট তৈরির উপকরণ বোঝাই একটি লরি। বালির লরিটি জাতীয় সড়কে উল্টে যায়। আর অন্যটির সামনের অংশ দুমড়ে যায় দুর্ঘটনার জেরে।
রক্তাক্ত অবস্থায় তার ভিতরে আটকে পড়েন লালচাঁদ ও প্রতাপ। পুলিশ ও স্থানীয় মানুষ তাঁদের উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক দু’জনকেই মৃত বলে ঘোষণা করেন। পুলিশ জেনেছে, মৃতদের একজন দুর্ঘটনাগ্রস্ত লরিটির চালক, অন্য জন খালাসি।
জাতীয় সড়কে দুই লরির সংঘর্ষে মৃত দু’জন
