Onlooker desk: দিব্যি উড়েছিল বিমান। মাঝ আকাশে হঠাৎ তার বিজনেস ক্লাসে এক বাদুড়েরমৃতদেহের হদিস! এয়ার ট্র্যাফিক কন্ট্রোলকে জানিয়ে সেখান থেকেই ফিরে আসে ওই ফ্লাইট। বৃহস্পতিবাররাতে দিল্লি–নেওয়ার্ক বিমানে ঘটনাটি ঘটেছে।
ওই রাতে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটটি দিল্লি ছাড়ে ২টো ২০ মিনিটে। আধ ঘণ্টা উড়ানের পর কেবিনে বাদুড়েরঅস্তিত্ব জানাজানি হয়। বিষয়টি টের পেয়ে বিমান ঘুরিয়ে দিল্লিতে ফেরত যান ক্যাপ্টেন। ওয়াইল্ডলাইফকর্মীরা গিয়ে কেবিন থেকে বাদুড়ের দেহ সরিয়ে নিয়ে যান। রাসায়নিক দিয়ে জীবাণুমুক্তও করা হয়বিমানটিকে। যাত্রীদের অন্য একটি বিমানে তুলে দেওয়া হয়। স্থানীয় সময় সকাল সাড়ে ১১টা নাগাদসেটি নেওয়ার্ক পৌঁছয়।
উড়ান শুরুর আধ ঘণ্টা বাদে বাদুড়ের মৃতদেহটির দেখা মেলে বিজনেস ক্লাসে। বিস্তারিত তদন্তের জন্যবিমান সংস্থার ফ্লাইট সেফটি ডিপার্টমেন্টে বিষয়টি জানানো হয়। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে কোনওথার্ড পার্টির মাধ্যমে বাদুড়টি সেখানে পৌঁছেছিল। এয়ার ইন্ডিয়ার এক আধিকারিক সংবাদমাধ্যমেবলেন, ‘ক্যাটারিংয়ের গাড়ি থেকে বাদুড়ের আবির্ভাব ঘটে থাকতে পারে। তাদের ভেহিকলেই ইদুর–বাদুড়ের উপদ্রব।’