মালদা: শনিবারের পর রবিবার সকালেও মালদায় দেহ ভেসে এল গঙ্গার স্রোতে। শনিবার গেরুয়া প্লাস্টিকে মোড়া দু’টি দেহ ভেসে আসা। রবিবারের দেহটি ছিল সাদা প্লাস্টিকে মোড়া। দু’দিনে তিনটি দেহ এ ভাবে ভেসে আসায় প্রবল আতঙ্ক ছড়িয়েছে মালদার মানিকচকে। জেলাশাসক রাজর্ষি মিত্র মালদার মোট ৪২ কিলোমিটার গঙ্গায় নজরদারির নির্দেশ দিয়েছেন।
গত মাসে উত্তর প্রদেশ ও বিহারের গঙ্গায় এ ভাবেই ভেসে এসেছিল মৃতদেহ। সেগুলি কোভিডে মৃতদের দেহ বলে স্বীকারও করেছিল প্রশাসন। মালদার দেহগুলিও কোভিডে মৃতদের কি না, তা নিয়ে প্রবল আতঙ্ক ছড়িয়েছে। যদিও এ প্রশ্নের নিশ্চিত উত্তর দেয়নি প্রশাসন। তবে দেহগুলি কোথা থেকে আসছে, তা দেখা হবে বলে জানিয়েছে। পাশাপাশি, মাটি খুঁড়ে পুঁতে দেওয়া হচ্ছে সেগুলিকে।
রবিবার সকালে মানিকচকের ভূতনি দ্বীপের বাঁধের ধারে দেহ ভাসতে দেখেন মৎস্যজীবীরা। খবরটি জানাজানি হতে প্রশাসনের আধিকারিকরা ঘটনাস্থলে যান। জেলাশাসকের নির্দেশের প্রেক্ষিতে মানিকচক ব্লক আধিকারিক জয় আহমেদ নিজেই পুলিশ ও ডুবুরি নিয়ে তল্লাশি-নজরদারির কাজ শুরু করেছেন বলে জানা গিয়েছে। তবে প্রাথমিক ভাবে দেহগুলি ভিন রাজ্য থেকেই আসছে বলে মনে করছে পুলিশ।
রবিবারও দেহ ভেসে এল মালদার মানিকচকে

প্রতীকী চিত্র